আইপিএলের চলমান আসরে ধারাবাহিকতা পাচ্ছেন না মুস্তাফিজুর রহমান। এক ম্যাচে ভালো বল করেন তো পরের ম্যাচে রানের বন্যা বইয়ে দেন। এমনই একটা দিন গেছে রোববার। আইপিএলের নবম রাউন্ডের খেলায় খরুচে বোলিং করে উইকেটশূন্য ছিলেন মুস্তাফিজ। ফলে দলও হেরেছে ম্যাচ।
৬ রানে লখনৌ সুপার জায়ান্টসের কাছে হেরেছে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। আগে ব্যাট করে ৩ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে সুপার জায়ান্টস। জবাবে ৭ উইকেটে ১৮৯ রানের বেশি করতে পারেনি ক্যাপিটালস।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সুপার জায়ান্টসের অধিনায়ক কেএল রাহুল। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংসও আসে অধিনায়কের ব্যাট থেকে। দিপক হুদা করেন ৫২ আর কুইন্টন ডি কক করেন ২৩।
মুস্তাফিজ পুরো ৪ ওভার বল করে উইকেট পাননি। রান দিয়েছেন ৩৭। ক্যাপিটালসের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন শার্দুল ঠাকুর।
জবাবে ব্যাট করতে নেমে মিচেল মার্শ ও রিশাভ পান্টের জুটিতে ম্যাচ ছিল ক্যাপিটালস। মার্শ ৩৭ ও পান্ট ৪৪ রান করে আউট হলে হোঁচট খায় মুস্তাফিজের দল।
শেষ দিকে রভম্যান পাওয়েলের ৩৫ ও আক্সার প্যাটেলের ৪২ রানও রক্ষা করতে পারেনি তাদের। ৬ রানে দূরেই থামে দিল্লি ক্যাপিটালসের ইনিংস।
এ হারে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে থাকল মুস্তাফিজরা। আর ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে গেছে লখনৌ সুপার জায়ান্টস।