বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসিদের কোচ হতে চান না কন্তে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ মে, ২০২২ ১৫:০৮

কন্তের দাবি তার সঙ্গে এমন কোনো আলোচনা হয়নি পিএসজির। তিনি টটেনহ্যামের সঙ্গেই থাকতে চান ও লন্ডনের ক্লাবটির হয়ে ট্রফি জিততে চান।

চলতি মৌসুম শেষে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) আর থাকা হচ্ছে না মরিসিও পচেত্তিনোর। নতুন কোচের সন্ধানে এরই মধে বেশ কয়েকজনের সঙ্গে আলোচনা করেছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।সে তালিকায় রিয়াল মাদ্রিদের সাবেক কোচ জিনেদিন জিদান থেকে শুরু করে আছেন টটেনহ্যাম হটস্পারের বর্তমান ম্যানেজার আন্তোনিও কন্তে। তবে কন্তের দাবি তার সঙ্গে এমন কোনো আলোচনা হয়নি পিএসজির। তিনি টটেনহ্যামের সঙ্গেই থাকতে চান ও লন্ডনের ক্লাবটির হয়ে ট্রফি জিততে চান।

শুধু তাই নয় মৌসুমের এমন গুরুত্বপূর্ণ সময়ে বিভ্রান্তিকর খবর ছড়ানোর কারণে সংবাদমাধ্যমগুলোর প্রতি আক্ষেপ প্রকাশ করেন এ ইতালিয়ান কোচ।

কন্তে সংবাদ সম্মেলনে বলেন, ‘অন্য ক্লাব যদি আমার কাজের প্রতি সন্তুষ্ট হয় তবে সেটা আমার জন্য ভাল। সেটা আলাদা বিষয়। তবে আমি এমন মানুষ পছন্দ করি না যারা শুধুমাত্র বলার জন্যই কিছু বলে থাকে। এতে করে শুধু সমস্যা তৈরি হয়। এটা মোটেই উচিত নয়।‘আমার জন্য ও ক্লাব ও খেলোয়াড়দের জন্য বিষয়টি বিব্রতকর। ফুটবলের সঙ্গে যারা কাজ করে তারা সবাই জানে মৌসুমের এই সময়টাতে এ ধরনের ভিত্তিহীন খবর বাতাসে ভেসে বেড়ায়।’সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য লড়াই চালিয়ে যাওয়া টটেনহ্যামের খেলোয়াড়দের যাতে মনোযোগ বিঘ্নিত না হয় সে কারনেই কন্তে এই মুহূর্তে তার ভবিষ্যত নিয়ে কথা বলতে অস্বীকৃতি জানান। রোববার লেস্টারের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নামছে স্পার্স।চতুর্থ স্থানে থাকা আর্সেনালের থেকে দুই পয়েন্ট পিছিয়ে বর্তমানে টেবিলের পঞ্চম স্থানে আছে টটেনহ্যাম। লিগের বাকি রয়েছে ৫টি ম্যাচ।মৌসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে এসে অন্য কোনো কিছুর থেকে শুধুমাত্র ম্যাচে মনোযোগ দেয়ার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন কন্তে।

এ বিভাগের আরো খবর