জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শেষের রাউন্ডের ম্যাচগুলো। শিরোপার জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে লিভারপুল আর ম্যানচেস্টার সিটির মধ্যে। এক পয়েন্টের ব্যবধান দল দুটির।
এরই ধারাবাহিকতায় নিউকাসলকে হারিয়ে ম্যান সিটিকে টপকে আরও একবার পয়েন্ট টেবিলের শীর্ষে লিভারপুল। কাসলের মাঠে অল রেডরা জয় পেয়েছে ১-০ ব্যবধানে।
এই জয়ে টানা পাঁচ ম্যাচ অপরাজিত রইল ক্লপ শীষ্যরা। অন্যদিকে চার ম্যাচ পর দেখল হারের স্বাদ পেল নিউকাসল।
৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৮০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ম্যান সিটি। তিনে থাকা চেলসির পয়েন্ট ৬৬।
নিউকাসলের ঘরের মাঠ সেইন্ট জেমস পার্কে ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে খেলছিল লিভারপুল। সমানে লড়ছিল স্বাগতিকরাও।
ম্যাচের ১৯তম মিনিটে পিছিয়ে যায় স্বাগতিকরা। দিয়াগো জোতার বাড়িয়ে দেয়া বল জালে পাঠিয়ে লিড এনে দেন লিভারপুলের ঘানার মিডফিল্ডার নাবি কেইটা।
বাকি সময় আক্রমণ- পাল্টা আক্রমণ চললেও, গোলের দেখা পায়নি কোনো দল।