এমবাপের জোড়া গোল আর আশরাফ হাকিমির এক গোলের পরও জয়ের দেখা পেল না ফ্রেঞ্চ জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। লিগ ওয়ানে স্ট্রসবার্গের বিপক্ষে ৩-৩ ব্যবধানে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে তাদের।
স্ট্রসবার্গের মাঠে ছয় গোলের চারটিই হয়েছে ফ্রেঞ্চ জায়ান্টদের কল্যাণে। তিনটি প্রতিপক্ষের জালে, একটি নিজেদের। অর্থাৎ একটি হয়েছে তাদের আত্মঘাতী গোল।
ঘরের মাঠে ম্যাচের শুরুতেই লিড নেয় স্ট্রসবার্গ। খেলা শুরুর তিন মিনিটের মাথায় সমর্থকদের আনন্দে ভাসান কেভিন গ্যামেইরো।
পিছিয়ে গিয়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পরে পিএসজি। শুরু করে একের পর এক আক্রমণ। যার ফল তারা পেয়ে যায় ম্যাচের ২৩তম মিনিটে। দলকে সমতাসূচক গোল এনে দেন কিলিয়ান এমবাপে।
সরফরকারীদের রক্ষণভাগে স্বাগতিক দলের স্ট্রাইকার পেরিন বল হারালে সেটা পেয়ে যান কিম্পেম্বে। তার বাড়ানো বাম পাশ ধরে মাঝমাঠ পেরিয়েই এমবাপ্পেকে বল পাস দেন নেইমার। কোনাকুনি ভেতরে ঢুকে জালের ঠিকানা খুঁজে নেন ফরাসি এ তারকা।
ম্যাচের ৬৪তম মিনিটে পিএসজিকে এগিয়ে দেন আশরাফ হাকিমি। ৬৮তম মিনিটে ব্যবধান ৩-১ করেন এমবাপে।
কিন্তু ৭৫ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে পিএসজির সর্বনাশ ডেকে আনেন মার্কো ভেরাত্তি। যার ফলে ৩-১ ব্যবধান চোখের পলকে বদলে যায় ৩-২ এ।
ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে অ্যান্থোনি ক্যাসি চূড়ান্ত সর্বনাশ ডেকে আনেন পিএসজির। সমতাসূচক গোলটি করে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে বাধ্য করে পিএসজিকে।