রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। তবে ক্রীড়া ক্ষেত্রে এমন কিছু রেকর্ড আছে যেগুলোর স্থায়িত্ব অনেক। এর অন্যতম দানি আলভেসের শিরোপা জয়ের রেকর্ড। ব্রাজিলের এ রাইট ব্যাক ক্যারিয়ারে ৪৩টি শিরোপা জিতে সবার ওপরে আছেন।
বার্সেলোনা, সেভিয়া, ইউভেন্তাস, পিএসজি ও ব্রাজিলের হয়ে এ শিরোপাগুলো জিতেছেন আলভেস। তার কাছাকাছি আছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন কিংবদন্তি সম্প্রতি জিতেছেন তার ক্যারিয়ারের ৩৯তম শিরোপা।
পিএসজির হয়ে বন্ধু শিরোপা জয়ের পরদিন রোববার তাকে শুভেচ্ছা জানিয়ে এক পোস্ট দিয়েছেন আলভেস। ইনস্টাগ্রামে মেসি ও নিজের ট্রফির ছবি ও শিরোপার সংখ্যা পোস্ট করেছেন তিনি।
আলভেসের মতে, তার রেকর্ড যদি মেসি ভেঙে ফেলেন তাতে তিনি আহত হবেন না। কারণ যোগ্যতর হিসেবে মেসি সে রেকর্ড নিজের করে নেবেন।
পোস্টে আলভেস লিখেছেন, ‘জীবনের বিধান হচ্ছে: যদি কেউ কখনও আমাকে টপকে যায়, তাহলে সে যেন আমার চেয়ে যোগ্য হয়। এই পোস্ট কোনো অহম থেকে নয়। নিজের প্রতি বিশ্বাস থেকে দেয়া। নিজের ভাগ্য বেছে নাও ও প্রতিদিন সেখানে পৌঁছাতে সংগ্রাম করো।’
আলভেস ও মেসি দীর্ঘদিন একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন। বার্সার হয়ে এক সঙ্গে ৩টি ইউয়েফা চ্যাম্পিয়নস লিগও জিতেছেন মেসি ও আলভেস।
৩৯ বছর বয়সী আলভেস ক্যারিয়ারে দ্বিতীয় দফায় চলতি মৌসুমে ফিরে এসেছেন বার্সেলোনায়। আর ৩৫ বছরের মেসি খেলছেন পিএসজিতে। কিছুদিন আগে আলভেস এক সাক্ষাৎকারে বলেছিলেন, অন্তত আরেক মৌসুম মেসির সঙ্গে বার্সেলোনায় খেলতে চান।