বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মাশরাফি-সাকিব রসায়নে ভরসা রূপগঞ্জের

  •    
  • ২৩ এপ্রিল, ২০২২ ১৮:০৪

আফতাব আহমেদ বলেন, ‘দুইজনের ক্যামিস্ট্রি অসাধারণ। এমনটা না যে ওরা আসছে আর চলে যাচ্ছে। টিমের জন্য যা যা করা দরকার সবই তারা করছেন। গতকাল যেমনটা হয়েছে সেন্টারে তারা দুইজন কাজ করেছেন। ওদের দলের সঙ্গে ইনভলভমেন্টটা খুবই বড় একটা পাওয়া।’

চলতি ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে নাম লেখালেও দল বাদ পড়ায় সুপার লিগের ম্যাচগুলো সাকিব খেলছেন লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে। আর সেই দলকে নেতৃত্ব দিচ্ছেন জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মোর্ত্তজা।

লম্বা সময় পর মাঠে এই দুই তারকা খেলছেন এক দলের হয়ে। ক্রিকেট পাড়ায় একটা কথা প্রচলিত রয়েছে যে, ম্যাশ বা সাকিব দুই জনের যে কোনো একজন দলে থাকলে চেহারা বদলে যায় পুরো দলের।

আর লিজেন্ডস অফ রূপগঞ্জ তো পেয়েছে দুইজনকেই। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা শেখ জামালের সঙ্গে পয়েন্ট ব্যবধান চার। হাতে আছে আরও তিনটি ম্যাচ। শিরোপার হাতছানি দেখতে থাকা টেবিলের তিনে থাকা লিজেন্ডস অফ রূপগঞ্জের প্রতি ম্যাচেই জয় ছাড়া আর অন্য পথ খোলা নেই।

অন্য দিকে রূপগঞ্জের পথে চেয়ে থাকতে হবে টেবিলের শীর্ষে থাকা শেখ জামালের হারের জন্যও। কেননা শেখ জামাল এক ম্যাচে পা হড়কালে, আর রূপগঞ্জ নিজেদের বাকি ম্যাচগুলোর সবগুলোতে জয়ের দেখা পেলেই জামালের শিরোপার আশাটা সেখানেই কিছুটা স্তিমিত হয়ে যাবে।

তবে পারফরম্যান্সের দিক থেকে খুব একটা নজরকাড়া কিছু রূপগঞ্জ দেখাতে না পারলেও দলে সাকিবের অন্তর্ভুক্তির পর ম্যাশ-সাকিব কম্বিনেশনের কারণে শিরোপার বিষয়ে বেশ আশাবাদী লিজেন্ডস অফ রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ।

শনিবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান তিনি। একই সঙ্গে দলের বাকিরা বেশ বুস্ট আপ হয়েছে এই দুইজনের কম্বিনেশনের কারণে বলেও মনে করছেন তিনি।

আফতাব বলেন, ‘প্রথম থেকেই মাশরাফি আমাদের দলের জন্য দুর্দান্ত ভূমিকায় ছিল। সাকিব আসার পর এক্সট্রা অর্ডিনারি। সাকিব যেমন চ্যাম্পিয়ন, মাঠেও সে সেভাবেই ছিল এবং ও আসার পর দলের সবার অ্যাটিটিউডের পরিবর্তন হয়েছে।’

তিনি আরও বলেন, ‘দুইজনের ক্যামিস্ট্রি অসাধারণ। এমনটা না যে ওরা আসছে আর চলে যাচ্ছে। টিমের জন্য যা যা করা দরকার সবই তারা করছেন। গতকাল যেমনটা হয়েছে সেন্টারে তারা দুইজন কাজ করেছেন। ওদের দলের সঙ্গে ইনভলভমেন্টটা খুবই বড় একটা পাওয়া।’

শিরোপা জয়ের পথটা ম্যাচ বাই ম্যাচ খেলে মসৃণ করতে চান আফতাব। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম থেকেই মাশরাফি আমাকে অনেক কো-অপারেট করেছে, সাকিব আসার পর ও কো-অপারেট করছে। প্রচুর ইনভলভ দলের সাথে। এমনটা না যে ও আসলো গেলো, ও দলের সাথে অনেক ইনভলভ যেটা খুবই জরুরি। আমি মনে করি এটা আমাদের জন্য অনেক বড় বেনিফিট। সামনে তিনটা ম্যাচ আছে, সেগুলো আমরা ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই।’

এ বিভাগের আরো খবর