বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আর্চারি বিশ্বকাপ থেকে বিদায় রোমান সানাদের

  •    
  • ২৩ এপ্রিল, ২০২২ ১৪:৫১

রোমান সানা-দিয়া সিদ্দিকীরা হতাশ করলেও কিছুটা ভালো পারফরম্যান্স দেখিয়েছেন সাগর ইসলাম। ১/১৬ রাউন্ডে ইউক্রেনের আর্চারের বিপক্ষে ৬-২ সেটে হার মেনেছেন তিনি।

চলমান বিশ্বকাপ আর্চারিতে বাজে দিন কাটিয়েছেন বাংলাদেশের আর্চাররা। একক সব ইভেন্ট থেকে বাদ পড়তে হয়েছে বাংলাদেশের আর্চারদের। এর সুবাদে বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেল রোমান সানা ও দিয়া সিদ্দিকীদের।

দেশসেরা আর্চার রোমান সানা ৬-০ সেটের জয় দিয়ে রাউন্ড শুরু করলেও পরের রাউন্ডে হেরে যান। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইটি ছিল ৫-৫ সেটে সমতা।

টাইব্রেকারে রোমান ৯ স্কোর করেন, তবে তির ১০-এর কাছাকাছি বিদ্ধ করে রোমানের বিদায় নিশ্চিত করেন প্রতিপক্ষ।

রোমান সানা-দিয়া সিদ্দিকীরা হতাশ করলেও কিছুটা ভালো পারফরম্যান্স দেখিয়েছেন সাগর ইসলাম। ১/১৬ রাউন্ডে ইউক্রেনের আর্চারের বিপক্ষে ৬-২ সেটে হার মেনেছেন তিনি।

কিছুদিন আগে ফুকেট মিশন ভালোভাবে শেষ করলেও বিশ্বকাপে সাফল্যের দেখা পাননি নাসরিন আক্তার। প্রথম রাউন্ডেই তাকে হারতে হয়েছে ০-৬ সেটে। আর দিয়া সিদ্দিকী হারেন ৬-৪ সেটে। আর্চার নিশা ফাহমিদাকে হারতে হয় টাইব্রেকারে।

এদিকে দলগত মিশ্র বিভাগে রোমানিয়াকে ৫-১ সেটে হারিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। পরের রাউন্ডে চাইনিজ তাইপের কাছে ৬-০ সেটে হেরেছেন লাল-সবুজের প্রতিনিধিরা।

এ বিভাগের আরো খবর