বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

করোনা পজিটিভ মুস্তাফিজের আরও এক সতীর্থ

  •    
  • ২০ এপ্রিল, ২০২২ ২০:১৯

অ্যান্টিজেন টেস্টে বুধবার পজিটিভ হন নিউজিল্যান্ডের রিক্রুট টিম সেইফার্ট। ভারতীয় গণমাধ্যমগুলো এ খবর নিশ্চিত করছে। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শের পর দ্বিতীয় কোনো ওভারসিজ ক্রিকেটার আক্রান্ত হলেন করোনায়।

দিল্লি ক্যাপিটেলসের পিছু ছাড়ছে না করোনা। আরও এক ওভারসিজ ক্রিকেটার পজিটিভ হয়েছেন করোনা টেস্টে। এতে ভেন্যু পরিবর্তন করলেও, শঙ্কা জেগেছে পাঞ্জাব কিংসের বিপক্ষে তাদের মাঠে নামা নিয়ে।

অ্যান্টিজেন টেস্টে বুধবার পজিটিভ হন নিউজিল্যান্ডের রিক্রুট টিম সেইফার্ট। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হোয়, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শের পর দ্বিতীয় কোনো ওভার০সিজ ক্রিকেটার আক্রান্ত হয়েছেন করোনায়।

এর আগে ফিজিও প্যাট্রিক ফারহার্ট, মাসাজ থেরাপিস্ট চেতন কুমার, টিম ডক্টর অভিজিত সালভি ও সোশাল মিডিয়া কনটেন্ট টিম মেম্বার আকাশ মানে পজিটিভ হয়েছিলেন।

করোনার প্রভাবে আইপিএলের গত বছরের আসরটি বসে সংযুক্ত আরব আমিরাতে। ১৫তম আসর নিজেদের দেশে আয়োজন করলেও, করোনার পিছু ছাড়াতে পারল না আইপিএল।

এ বিভাগের আরো খবর