বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোহনবাগানের কাছে পাত্তা পেল না আবাহনী

  •    
  • ২০ এপ্রিল, ২০২২ ০০:২০

দানিয়েল কলিন্দ্রেসের গোলের সুবাদে ম্যাচে ফেরার আভাস দিতে না দিতেই তৃতীয় গোল হজম করে বসে সফরকারীরা। ম্যাচের শেষদিকে উইলিয়ামসের হ্যাট্রিক গোলে পরাজয় নিশ্চিত হয়ে যায় আবাহনীর। আর তাতেই আবাহনীকে বিদায় করে এএফসি কাপের মূল পর্ব নিশ্চিত করে মোহনবাগান।

না বল দখল, না শটের লড়াই। কোনোটিতেই ভারতের মোহনবাগানের কাছে পাত্তাই পেল না আবাহনী লিমিটেড। কলকাতায় এএফসি কাপের প্লে-অফ ম্যাচে আবাহনীকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে মোহনবাগান। আর এ জয়ের সুবাদে টুর্নামেন্টের মূল পর্ব নিশ্চিত করল কলকাতার ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই সফরকারীদের চাপে রাখে মোহনবাগান। এর ধারাবাহিকতায় ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। জনি কাউকোর পাস থেকে ডেভিড উইলিয়ামস লিড এনে দেন দলকে।

১৪ মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ সৃষ্টি করেছিলেন কাউকো। কিন্তু তার সেই প্রচেষ্টা সফল হয়নি। তবে ৯ মিনিট পর ঠিকই ব্যবধান দ্বিগুণ করে মোহনবাগান। প্রবীর দাসের বাড়ানো বল পা ছুঁয়ে জালের ঠিকানা খুঁজে নিয়ে প্রথমার্ধেই দুই গোলের লিড নেয় স্বাগতিকরা।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মরিয়া হয়ে ওঠে আবাহনী। বেশ কয়েকবার সুযোগ সৃষ্টি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা মিলছিল না। অবশেষে সেই ডেডলক ভাঙে রাকিব ও ড্যানিয়েল কলিন্ড্রেসের সুবাদে।

ম্যাচের ৬০তম মিনিটে রাকিবের বাড়ানো বলে জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন দানিয়েল কলিন্দ্রেস। আর একই সঙ্গে ম্যাচে ফেরার বার্তা দেয় আবাহনী।

কিন্তু ম্যাচে ফেরার আভাস দিতে না দিতেই আরও এক গোল হজম করে বসে সফরকারীরা। ম্যাচের শেষদিকে উইলিয়ামসের হ্যাট্রিক গোলে পরাজয় নিশ্চিত হয়ে যায় আবাহনীর। আর তাতেই আবাহনীকে বিদায় করে এএফসি কাপের মূলপর্ব নিশ্চিত করে মোহনবাগান।

এ বিভাগের আরো খবর