এ বছরের এশিয়া কাপ হওয়ার কথা শ্রীলঙ্কায়। তবে দেশটির চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে টুর্নামেন্ট তারা আয়োজন করতে পারবে কি না সেটা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। এশিয়া কাপের ভেন্যু কোথায় হবে, সেটা নির্ধারণ করা হবে আইপিএলের ফাইনালের দিন।
২৯ মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল। ওই দিন ভারতে আসবেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রতিনিধি। তারা টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান জয় শাহর সঙ্গে।
২৭ আগস্ট শ্রীলঙ্কায় শুরু হওয়ার কথা এশিয়া কাপ। কিন্তু গত কয়েক মাস ধরে শ্রীলঙ্কার পরিস্থিতি উত্তাল। দেশজুড়ে আর্থিক সংকট, রাজনৈতিক টানাপোড়েন, ভয়াবহ মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও উচ্চমূল্য, লোডশেডিংয়ে নাকাল পুরো দেশ।এমন প্রেক্ষাপটে এসএলসির সঙ্গে টুর্নামেন্ট নিয়ে আলোচনায় বসবেন জয় শাহ। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে এমনটাই জানিয়েছেন তিনি। জয় বলেন, ‘শ্রীলঙ্কার পরিস্থিতি নিয়ে সে দেশের ক্রিকেট সংস্থার কর্মকর্তাদের সঙ্গে আমার কথা হয়েছে। সুরক্ষিতভাবে এশিয়া কাপ আয়োজনের বিষয়ে আশাবাদী এসএলসি। ২৯ মে আইপিএলের ফাইনালের দিন এসএলসির কর্মকর্তারা মুম্বাই আসবেন। সে দিনই এশিয়া কাপ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হবে।’করোনাভাইরাসের কারণে ২০২০ ও ২০২১ সালের এশিয়া কাপ পিছিয়ে দেয়া হয় এক বছর। ২০২২ সালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় এশিয়া কাপ আয়োজন নিয়ে আশাবাদী হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
শ্রীলঙ্কা আয়োজনে ব্যর্থ হলে বাংলাদেশ ও আরব আমিরাতে হওয়ার সুযোগ আছে এ টুর্নামেন্টের।