কয়েক দিন আগে যমজ সন্তানের মা-বাবা হন ক্রিস্টিয়ানো রোনালডো ও জর্জিনা রদ্রিগেজ যুগল। যমজ সন্তানের একজন ছিল পুত্র আরেকজন কন্যা। এর মধ্যে পুত্রসন্তানটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ম্যানচেস্টার ইউনাটেডের এই তারকা।
সোমবার রাতে এক ইনস্টাগ্রাম পোস্টে ভারাক্রান্ত হৃদয়ে ভক্তদের এই খবরটি দেন রোনালডো নিজেই।
ওই পোস্টে রোনালডো লিখেছেন, খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পুত্র সন্তানটি মারা গেছে। এই কঠিন দুঃখ, যারা মা-বাবা হয়েছেন তারাই বুঝতে পারবেন।’
ওই পোস্টে রোনালডো জানান, এই মুহূর্তে বেঁচে থাকা কন্যাশিশুটিই তাদের সান্ত্বনা। এ ছাড়া পুত্রসন্তানটিকে বাঁচাতে চিকিৎসক ও নার্সদের অক্লান্ত চেষ্টার জন্য তাদের ধন্যবাদও জানান পাঁচবারের ব্যালন ডর জয়ী।
এ অবস্থায় পারিবারিক শান্তি ও গোপনীয়তার বিষয়টি প্রাধান্য দিচ্ছেন রোনালডো। সন্তান কোন হাসপাতালে, কোথায় ও কবে হয়েছে, সেগুলো বিস্তারিত জানাননি।
মারা যাওয়া সন্তানের উদ্দেশে রোনালডো লিখেছেন, ‘আমাদের বাচ্চা ছেলে। তুমি আমাদের দেবদূত। আমরা সব সময় তোমাকে ভালোবাসব।’
যমজ সন্তানরা ছাড়াও রোনালডোর আরও চার ছেলে-মেয়ে রয়েছে।