করোনা পিছু ছাড়ছে না আইপিএলের। চলতি আসরে প্রথমবারের মতো করোনা হানা দিয়েছে মুস্তাফিজুর রহমানের দল দিল্লি ক্যাপিটেলস শিবিরে। দলটির এক ক্রিকেটার ও চার স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
তাদের প্রতিবেদন অনুযায়ী মতে প্রথমে ফিজিও প্যাট্রিক ফারহার্ট ও এক সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হন। এরপর একদিনের বিরতিতে দলটির এক বিদেশি ক্রিকেটার ও আরেকজন সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে দিল্লি শিবিরে মোট চার জন এ ভাইরাসে আক্রান্ত।
পুরো দলকে বর্তমানে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ফলে আপাতত তাদের পুনেতে পরবর্তী ম্যাচ খেলতে যাওয়া হচ্ছে না ।
বুধবার পুনেতে পাঞ্জাব কিংসের মুখোমুখি হওয়ার কথা দিল্লির। তবে করোনার হানায় শঙ্কা দেখা দিয়েছে ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে। এই ব্যাপারে দ্রুতই সিদ্ধান্ত নিবে বিসিসিআই।
করোনার প্রভাবে আইপিএলের গত বছরের আসরটি বসে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্টটির ১৫তম আসর নিজেদের দেশে আয়োজন করলেও করোনার পিছু ছাড়াতে পারল না টুর্নামেন্টটি।