ফ্রেঞ্চ ফুটবলের ল্য ক্ল্যসিকে জয়, নেইমার-এমবাপের গোল ও শিরোপার একেবারে কাছে চলে যাওয়া, রোববার রাতে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষ ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) অর্জন করেছে এসব। তারপরও মন ভরেনি পিএসজি ম্যানেজার মরিসিও পচেত্তিনোর।
ফরাসি লিগের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মার্শেইকে ২-১ গোলে হারিয়েছে পিএসজি। ম্যাচের ৩টি গোলই এসেছে প্রথমার্ধে।
১২ মিনিটে নিজ মাঠে পিএসজির হয়ে প্রথম গোল করেন নেইমার। ৩১ মিনিটে কালেটা-কারের গোলে সমতা ফেরায় সফরকারী দল। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপে নিশ্চিত করেন ম্যাচভাগ্য। বিরতির পর আর গোল না হওয়ায় ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক পিএসজি।
এ জয়ে শিরোপার একেবারে কাছে পৌঁছে গেছে নেইমার-মেসিরা। বুধবার রাতে যদি মার্শেই নঁতেকে হারাতে ব্যর্থ হয় আর একই রাতে পিএসজি যদি অঁজেরকে হারাতে পারে তাহলে ওই রাতেই তাদের হাতে উঠবে গত ১০ বছরে অষ্টম লিগ শিরোপা।
তবে এ জয়ের রাতে সন্তুষ্ট ছিলেন না পচেত্তিনো। দর্শকের কাছ থেকে আরও সমর্থন প্রত্যাশা ছিল তার।
পিএসজি-মার্শেই ম্যাচে মার্শেইয়ের সমর্থকরা নিষেধাজ্ঞার কারণে প্রবেশ করতে পারেননি। আর পিএসজি সমর্থকরা ক্লাবের ম্যানেজমেন্টের প্রতি নাখোশ হওয়ায় অনেকটাই নীরবে ম্যাচ দেখেছেন। মেসি-নেইমার-এমবাপেদের মতো তারকা নিয়েও ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ জিততে না পারাটাই ক্লাবের প্রতি তাদের ক্ষোভের মূল কারণ।
এ বিষয়টি মেনে নিতে পারছেন না পচেত্তিনো। তার মতে লিগ শিরোপা জয় মোটেও কম গুরুত্বপূর্ণ অর্জন নয়।
বার্তা সংস্থা এএফপিকে পচেত্তিনো বলেন, ‘আমরা সব সময় চাই সমর্থকরা তাদের উৎসাহ আমাদের মধ্যে সঞ্চারিত করবেন। চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর সাম্প্রতিক ম্যাচগুলোতে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছে। তারা যে আঘাত পেয়েছেন সেটা তারা প্রকাশ করতেই পারেন।
‘তবে ক্লাব তাদের দশম শিরোপা জয়ের একেবারে কাছে দাঁড়িয়ে আছে। এটাও একটা ঐতিহাসিক বিষয়। আমরা সবাই মিলে যে এ আনন্দ ভাগ করে নিতে পারছি না, বিষয়টা লজ্জার।’