বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের ইনজুরি মুক্ত রাখার আশা বোর্ডের

  •    
  • ১৭ এপ্রিল, ২০২২ ১৭:৩৩

বোর্ডের ক্রিকেট অপারেশনসের প্রধান জালাল ইউনূস রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বলেন, আগামী বছরে যে পরিমাণ আন্তর্জাতিক সূচির ব্যস্ততা বাংলাদেশ সেদিকে লক্ষ্য রেখে খেলোয়াড়দের লোড ম্যানেজমেন্ট নিয়ে ভাবছেন তারা।

আইসিসির নতুন এফটিপিতে ২০২৩ সাল থেকে পরের চার বছর প্রচুত ব্যস্ততা বাংলাদেশ ক্রিকেট দলের। ২০২২ সালের আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছর ওয়ানডে বিশ্বকাপ। সামনের এ ব্যস্ত সময়ে ক্রিকেটারদের পুরো ফিট অবস্থায় চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বোর্ডের ক্রিকেট অপারেশনসের প্রধান জালাল ইউনূস রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বলেন, আগামী বছরে যে পরিমাণ আন্তর্জাতিক সূচির ব্যস্ততা, বাংলাদেশ সেদিকে লক্ষ্য রেখে খেলোয়াড়দের ওয়ার্ক ম্যানেজমেন্ট নিয়ে ভাবছেন তারা।

ইউনূস বলেন, ‘২০২২ সালে অনেক খেলা আছে। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ। কীভাবে খেলোয়াড়দের ম্যানেজ করব? এ পর্যায়ে খেলা বাদ দিতে পারবে না। প্রতিযোগিতায় থাকতে হবে। আজকে আমরা বসেছিলাম পেস বোলার ও তাদের বিশ্রামের বিষয়টা নিয়ে।

‘তাসকিন, শরিফুল এরা ইনজুরড। বেশির ভাগ পেইসার ইনজুরিপ্রবণ। কীভাবে ইনজুরি ম্যানেজ করা যায় সেটা নিয়ে পরিকল্পনা করছি। সবাই মিলে আলাপ করেছি পেস বোলারদের কীভাবে পেসারদের ইনজুরি থেকে দূরে রাখা যায়।’

শুধু চোট পাওয়া খেলোয়াড় নন, সিনিয়রদের ওয়ার্কলোড নিয়েও ভাবছে বোর্ড। দলের মূল তিন তারকা সাকিব-তামিম-মুশফিক তিনজনই মধ্য তিরিশে পৌঁছে গেছেন। তাই তাদের নিয়ে আরও সতর্ক থাকবে বিসিবি।

সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে না থাকা সাকিব আল হাসানকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে পেতে আশাবাদী বোর্ড। পারিবারিক সমস্যা কাটিয়ে দলে ফিরবেন কি না চ্যাম্পিয়ন এ ক্রিকেটার সে জন্য দ্রুত তার সঙ্গে আলোচনা করবে বিসিবি।

ইউনূস যোগ করেন, ‘আমি দুয়েক দিনের মধ্যে সাকিব থেকেই জানতে পারব। তার সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। কয়েক দিন আগে তার শাশুড়ি মারা গেছেন। সে ব্যক্তিগত কিছু সমস্যায় ছিল। সে জন্য তাকে কিছু বলিনি। তার পারিবারিক সমস্যা সমাধান হলে তাকে আমরা পেতে পারি।’

এ বিভাগের আরো খবর