ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না ভিরাট কোহলির। ভারতের এ সুপারস্টার ব্যাটার প্রায় ৩ বছর যাবৎ আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পাননি। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৫৮ ম্যাচে ৭০টি সেঞ্চুরিসহ ২৩,৬৫০ রান কোহলির।এমন রেকর্ডের পরও দল থেকে বাদ পড়তে পারেন তিনি, ধারণা সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতারের।
ভারতীয় সংবাদমাধ্যম স্পোর্টসকিড়াকে এক সাক্ষাৎকারে শোয়েব বলেন, ‘আমি যদি তার বিপক্ষে খেলতাম, তাহলে সে এত রান করতে পারত না। তবে সে যত রান করত তা দুর্দান্ত হতো। সেই রানের জন্য লড়াই করতে হতো তাকে। ৫০টি সেঞ্চুরি না থাকলেও ২০ বা ২৫টি সেঞ্চুরি করতে পারলেও সেঞ্চুরির গুরুত্ব অনেক বেশি থাকত।’আন্তর্জাতিক ক্রিকেটের মতো আইপিএলেও ব্যাট হাতে নিষ্প্রভ কোহলি। ৬ ম্যাচে ১১৯ রান করেছেন তিনি। সর্বোচ্চ ৪৮। শোয়েব মনে করেন, পারফর্ম না করলে কোহলি আইপিএল দল থেকে বাদ পড়বেন।তিনি বলেন, ‘এটি একটি পারফরমেন্সভিত্তিক আইপিএল মডেল। এখানে কেউই আলাদা নয়। কোহলিও না। তাকেও বাদ দেয়া হতে পারে যদি সে পারফর্ম না করে।’‘আমি চাই, সে নিজেকে একজন সাধারণ খেলোয়াড় হিসেবে বিবেচনা করুক। ব্যাট দিয়ে জবাব দেয়া উচিত কোহলির। মানুষ ইতোমধ্যে তার দিকে আঙুল তুলতে শুরু করেছে। যা তার জন্য বিপজ্জনক।’