ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলোয়াড়দের ফিটনেস নিয়ে ক্ষুব্ধ প্রাইম ব্যাংকের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তার মতে টুর্নামেন্টের আগে প্রস্তুতির পর্যাপ্ত সময় পান না ক্রিকেটাররা, যার কারণে ফিটনেস লেভেলেও সর্বোচ্চ মানে পৌঁছাতে পারে না।
অভিজ্ঞ এ কোচের কণ্ঠে সূর মিলিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। তার মতে ক্রিকেট সূচি এতো জমাট থাকে যে অনুশীলনের সময় বের করা কঠিন।
তিনি বলেন, ‘সালাউদ্দিন ঠিক বলেছে। এটাও মনে রাখতে হবে, আমাদের যে সূচি এমন ভাবে হয় যে, ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ করার সময় পাওয়া যায় না। প্রিমিয়ার লিগে আগে একটা চর্চা ছিল যে, কমপক্ষে দুই সপ্তাহ আগে অনুশীলন শুরু হতো। আমরা সে সময়টা অনুশীলন করতে পারতাম। কিন্তু এখন সে সময়টা নাই।’
সুজনের মতে ডিপিএল শুরু করার উপযুক্ত সময় ছিল ফেব্রুয়ারিতে বিপিএল শেষ হওয়ার পর।
তিনি বলেন, ‘বিপিএলের পর শুরু করতে হতো। এরপর গরম, বৃষ্টি আসবে। রোজা আছে। আরও অপেক্ষা করলে ঈদের পর শুরু করতে হতো। তখন দেরি হয়ে যেত। আসলে কিছু করার নেই। কোচদের তো কিছু না, ক্রিকেটারদের সতর্ক থাকতে হবে। জাতীয় দলের ক্রিকেটাররা খুবই সচেতন। ফিটনেস নিয়ে দেশের সব ক্রিকেটা সচেতন। প্রতি টুর্নামেন্টের আগে টেস্ট হয়। এটা সবাই জানে। সেলফ ম্যানেজমেন্টটা গুরুত্বপূর্ণ।’
সোমবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার লিগ শুরু করছে আবাহনী লিমিটেড। ডিপিএলের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন দলটি সুপার লিগে মিস করছে তাদের চির প্রতিদ্বন্দ্বি মোহামেডানকে, এমনটা জানান সুজন। মোহামেডান সুপার লিগে কোয়ালিফাই না করায় হতাশ তিনি।
তিনি যোগ করেন, ‘খুবই হতাশ আসলে। মোহামেডানের যে দল ছিল সেটা সুপার লিগ খেলার মতো। আবাহনী-মোহামেডান অবশ্যই বড় ম্যাচ। সারা দেশে এ ম্যাচের একটা উদ্দীপনা আছে। ছোটবেলা থেকেই আবাহনী সমর্থক। আমার বড় ভাই মোহামেডান। সত্যি মিস করব মোহামেডানকে বা ওদের সঙ্গে ম্যাচকে। দল হিসেবে ভাল করতে পারেনি বলে ওরা সুপার লিগ খেলতে পারছে না।’