বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জয় পেয়েও শেষ রক্ষা হলো না মোহামেডানের

  •    
  • ১৫ এপ্রিল, ২০২২ ১৮:৫২

লিগ পর্বের শেষ ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৮০ রানের বড় জয় পেলেও টেবিলের সাতে থাকায় সুপার লিগে খেলা হচ্ছে না তাদের।

শিরোপা জয়ের নেশায় বুঁদ হয়ে তারকাদের নিয়ে দল সাজিয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু শিরোপা জয় তো দূরের কথা, ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগেও খেলা হচ্ছে না দলটির।

লিগ পর্বের শেষ ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৮০ রানের বড় জয় পেলেও টেবিলের সাতে থাকায় সুপার লিগে খেলা হচ্ছে না তাদের।

১০ ম্যাচে ৫ জয় ও ৫ পরাজয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ৭ নম্বরে মোহামেডান স্পোর্টিং ক্লাব। রুপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে থাকা ও মুখোমুখি লড়াইয়ে জয় পাওয়ায় মোহামেডানকে হঠিয়ে সুপার লিগে গেছে দল দুইটি।

চলতি আসরের সুপার লিগ নিশ্চিত করা ছয় দল হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব, আবাহনী লিমিটেড, লিজেন্ডস অফ রূপগঞ্জ, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, রূপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপ ক্রিকেটার্স।

নিজেদের শেষ ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাট করে ৩০৭ রান করে অলআউট হয় মোহামেডান। দলের পক্ষে সেঞ্চুরি করেন কুশল মেন্ডিস। ৯১ বলে ১০১ রান করেন তিনি।

পাশাপাশি পারভেজ হোসেন ইমন ৭৬ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৭০ রান করেন।

রুপগঞ্জের পক্ষে ৪ উইকেট নেন মেহেদী হাসান রানা। দুটি উইকেট নেন তানবীর হায়দার। একটি করে উইকেট নাবিল সামাদ, মাশরাফি বিন মোর্ত্তজা ও চিরাগ জানি।

জবাবে ব্যাট করতে নেমে নাজমুল ইসলাম অপুর স্পিন বিষে নীল হয়ে ২২৭ রানেই অলআউট হয় লিজেন্ডস অব রুপগঞ্জ।

১০ ওভারে ৩৫ রান খরচে ৫ উইকেট নেন অপু। রুপগঞ্জের পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন নাইম ইসলাম।

ডিপিএলের পয়েন্ট টেবিল-

১. শেখ জামাল ধানমন্ডি ক্লাব- ৯ জয়, ১ পরাজয়- ১৮ পয়েন্ট

২. আবাহনী লিমিটেড- ৭ জয়, ৩ পরাজয়- ১৪ পয়েন্ট

৩. লিজেন্ডস অব রুপগঞ্জ- ৭ জয়, ৩ পরাজয়- ১৪ পয়েন্ট

৪. প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব- ৬ জয়, ৪ পরাজয়- ১২ পয়েন্ট

৫. রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব- ৫ জয়, ৫ পরাজয়- ১০ পয়েন্ট

৬. গাজী গ্রুপ ক্রিকেটার্স- ৫ জয়, ৫ পরাজয়- ১০ পয়েন্ট

৭. মোহামেডান স্পোর্টিং ক্লাব- ৫ জয়, ৫ পরাজয়- ১০ পয়েন্ট

৮. শাইনপুকুর ক্রিকেট ক্লাব- ৪ জয়, ৬ পরাজয়- ৮ পয়েন্ট

৯. ব্রাদার্স ইউনিয়ন- ৩ জয়, ৭ পরাজয়- ৬ পয়েন্ট

১০. সিটি ক্লাব- ৩ জয়, ৭ পরাজয়- ৬ পয়েন্ট

১১. খেলাঘর সমাজ কল্যাণ সমিতি- ১ জয়, ৯ পরাজয়- ২ পয়েন্ট।

এ বিভাগের আরো খবর