ঢাকা প্রিমিয়ার লিগে জয় দিয়ে লিগ পর্ব শেষ করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সিটি ক্লাবকে ৫৩ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই চলতি আসরের লিগ পর্ব শেষ করল দলটি।
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে শেখ জামালকে ব্যাট করতে পাঠায় সিটি ক্লাব। ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই রানের খাতা খোলার আগে প্রথম উইকেটের পতন ঘটে শেখ জামালের।
সেই থেকে শুরু হওয়া বিপর্যয়ে নিজেদের ইনিংস ২০০ এর ঘরে নিতে পারেনি শেখ জামাল। একটা সময় মনে হয়েছিল অল্প রানেই গুটিয়ে যাবে দলটি, কিন্তু অধিনায়ক ইমরুল কায়েস উইকেটের একপ্রান্ত ধরে লড়াই চালিয়ে যাওয়ার সুবাদে দলের ইনিংস ১৯৭ রানে গিয়ে পৌঁছায়।
ইমরুল খেলেন দলের হয়ে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস। আর বাকিদের কারও পক্ষেই ৩০ রানের কোটা পেরুনো সম্ভব হয়ে ওঠেনি। যার সুবাদে সবগুলো উইকেট হারিয়ে ১৯৭ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।
সিটি ক্লাবের হয়ে আবদুল হালিম ও মইনুল ইসলাম সোহেল নেন তিনটি করে উইকেট। দুটি করে উইকেট যায় শাহরিয়ার আলম মাহিম ও রাজিবুল ইসলামের ঝুলিতে।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে থাকে সিটি ক্লাব। উইকেটের একপ্রান্তে আসা যাওয়ার মিছিল চলতে থাকলেও অধিনায়ক জাওয়াদ রোয়েন একাই চালিয়ে যান লড়াই।
কিছু সময় তাকে সঙ্গ দেন নাজমুল হোসেন মিলন। কিন্তু তার পক্ষেও বেশিদূর টেনে নিয়ে যাওয়া সম্ভব হয়নি দলকে। যার ফলে ১৪৪ রানেই গুটিয়ে যেতে হয় সিটি ক্লাবকে।
দলের হয়ে তিন উইকেট পান রবিউল ইসলাম রবি। জিয়াউর রহমান ও পারভেজ রাসুল পান দুটি করে উইকেট, আর একটি করে উইকেট যায় আরিফ আহমেদ, সানজামুল ইসলাম ও মৃত্যঞ্জয় চৌধুরীর ঝুলিতে।