বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অধিনায়কত্ব ছাড়লেন রুট

  •    
  • ১৫ এপ্রিল, ২০২২ ১৬:৩২

২০১৭ সালে ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়েছিল রুটকে। পাঁচ বছর ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি।

ব্যক্তিগত পারফরম্যান্সের দিক থেকে সাফল্যের তুঙ্গে থাকলেও অধিনায়ক হিসেবে খুব একটা সফলতার মুখ দেখছিলেন না ইংলিশ দলপতি জো রুট। সে কারণে বেশ কয়েকমাস ধরেই জোর গুঞ্জন উঠে তাকে অধিনায়কত্বের পদ থেকে সরানোর।

তবে বোর্ড সরিয়ে দেয়ার আগে নিজ থেকেই অধিনায়কত্ব ছেড়ে দিলেন রুট। শুক্রবার অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের মাধ্যমে (ইসিবি) নিশ্চিত করেছেন রুট।

বিবৃতিতে রুট বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ফেরার পর আমি চিন্তা করার সময় পেয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর। আমার পুরো ক্যারিয়ারে এটিই আমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং সিদ্ধান্ত ছিল। তবে আমার কাছের মানুষদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছি।’

২০১৭ সালে ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্বভার বুঝিয়ে দেয়া হয়েছিল রুটকে। পাঁচ বছর ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তিনি।

তার অধীনে ইংলিশরা ৬৪ টেস্টে ২৭ জয় ও ২৬ পরাজয় দেখেছে। ইংল্যান্ডের হয়ে আর কোনো অধিনায়কের এতো বেশি ম্যাচে অধিনায়কত্ব, এতো বেশি জয় কিংবা পরাজয়ের রেকর্ড নেই।

শেষ ১৭ টেস্টে মাত্র একটি জয় পেয়েছে ইংল্যান্ড। আর মূলত এ কারণেই চাপ আসতে থাকে অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে। আর তাই নিজ থেকেই অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি।

এ বিভাগের আরো খবর