দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন রোহিত শর্মা। আইপিএলের চলতি আসরে পাঞ্জাব কিংসের বিপক্ষে বুধবারের ম্যাচে অনবদ্য এই রেকর্ড গড়েছেন তিনি।
মাইলফলকে পৌঁছাতে মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিতের দরকার ছিল ২৫ রান। রান তাড়া করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে পাঞ্জাব পেইসার কাগিসো রাবাডাকে ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় ভারতীয় হিসেবে এ রেকর্ড স্পর্শ করেন তিনি।
এর আগে ভারতীয় হিসেবে এই রেকর্ডের মালিকানা ছিল ভিরাট কোহলির।
সবমিলিয়ে সপ্তম ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করলেন রোহিত। ১০ হাজারি ক্লাবে থাকা বাকিরা হলেন, ক্রিস গেইল, কাইরন পোলার্ড, শোয়েব মালিক, ভিরাট কোহলি, ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ।
৪৫৫ ইনিংসে ১৪,৫৬২ রান করে ধরাছোঁয়ার বাইরে রয়েছেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল। ১১,৬৯৮ রান করে তার পরে আছেন শোয়েব মালিক।
৫১৯ ইনিংস খেলে ১১, ৪৭৪ রান করেছেন গেইলের সতীর্থ পোলার্ড। ১০, ৪৯৯ রান করে এরপরের অবস্থান অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চের।
১০, ৩৭৯ রান করে তালিকার পাঁচে রয়েছেন কোহলি। আর ডেভিড ওয়ার্নারের রান ১০, ৩৭৩।