তাকে নিয়ে শঙ্কাটা আগেই ছিল। অবশেষে তা সত্যি হলো। চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ করে চলে গেলেন ফ্রেডি রিনকন।
৫৫ বছর বয়সী কলম্বিয়ার সাবেক এ বিশ্বকাপ তারকা বৃহস্পতিবার সকালে মারা যান। কলম্বিয়ার কালি শহরের ইমবানাসো ক্লিনিকের বরাত দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
ক্লিনিকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘চিকিৎসক ও মেডিক্যাল টিমের শত প্রচেষ্টার পরও ফ্রেডি রিনকন আমাদের ছেড়ে চলে গেছেন।’
গত সোমবার কালি শহরের কাছে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রিনকন। তাকে বহনকারী একটি গাড়িতে বাস ধাক্কা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় হাসপাতালে। ওই হাসপাতালের চিকিৎসক লরেনো কিন্তেরো জানান, নাপোলি ও রিয়াল মাদ্রিদের সাবেক এই ফুটবলারের মাথায় গুরুতর চোট লেগেছে।
হাসপাতালে নেয়ার পর ওই দিনই তার তিন ঘণ্টা অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তার অবস্থার উন্নতি হয়নি।
কলম্বিয়ার তারকা খেলোয়াড় রিনকন ১৯৯০ ও ৯৪ বিশ্বকাপ খেলেন। ক্যারিয়ারের বড় একটি সময় তিনি পার করেন ব্রাজিলে। খেলেছেন পালমেইরাস ও করিন্থিয়ান্সে। যেখানে তিনি ২০০০ সালে জয় করেন ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা।