বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি তাইজুলের

  •    
  • ১৩ এপ্রিল, ২০২২ ১৮:৫৭

পোর্ট এলিজাবেথে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট পান তিনি। এর সুবাদে আইসিসি র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তাইজুলের। বুধবার প্রকাশিত আইসিসির সবশেষ র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২২ নম্বরে আছেন তিনি।

সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের শেষটিতে সুযোগ পান তাইজুল ইসলাম। সুযোগ পেয়েই তা কাজে লাগিয়েছেন এ অভিজ্ঞ টাইগার স্পিনার।

পোর্ট এলিজাবেথে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট পান তিনি। এর সুবাদে আইসিসি র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে তাইজুলের। বুধবার প্রকাশিত আইসিসির সবশেষ র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ২২ নম্বরে আছেন তিনি।

টেস্ট খেললেও বাজে পারফরম্যানসের কারণে দুই ধাপ অবনতি হয়েছে আরেক স্পিনার মেহেদী মিরাজের। ৩৪ নম্বরে আছেন তিনি।

দেশসেরা স্পিনার সাকিব আল হাসান আছে ৩০ নম্বরে।

ব্যাটারদের মধ্যে বাংলাদেশের হয়ে সেরা অবস্থানে আছেন লিটন দাস। তিন ধাপ পিছিয়ে তিনি আছেন ২০ নম্বরে। এরপর আছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের সাবেক অধিনায়কও একধাপ পিছিয়েছেন। তার অবস্থান ২৯।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে কোনো বদল আসেনি। টেস্ট সিরিজ না খেলায় চার নম্বরেই আছেন সাকিব।

আইসিসি র‍্যাঙ্কিংয়ের ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডারদের শীর্ষস্থানে পরিবর্তন আসেনি। ব্যাটারদের শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার মারনাস ল্যাবুশেইন। বোলিং-এ সেরা তার সতীর্থ প্যাট কামিন্স। ও অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন ভারতের রাভিন্দ্র জাডেজা।

এ বিভাগের আরো খবর