সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দেশে ফিরেছেন জাতীয় দলের ক্রিকেটারদের একাংশ। বৃহস্পতিবার ঢাকায় ফেরেন ৮ ক্রিকেটার।
সকাল ৯টায় প্রোটিয়া সফর শেষে দেশে ফিরে আসেন অধিনায়ক মুমিনুল হকসহ ৭ জন। অধিনায়কের সঙ্গে ফিরেছেন লিটন দাস, ইয়াসির রাব্বি, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, নুরুল হাসান, এবাদত হোসেন ও নাজমুল হোসেন শান্ত।
তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ বাকিরা ফিরবেন আরও দুই ধাপে। ক্রিকেটাররা দেশে ফেরার পর কয়েক দিনের বিশ্রাম শেষে ডিপিএলে নিজ নিজ দলে যোগ দেবেন।
সাউথ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিতেই হেরে যায় টাইগাররা।
ডিপিএল শেষে তামিম-মুমিনুলদের সামনে রয়েছে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ।