ঢাকা প্রিমিয়ার লিগে নিজেদের নবম ম্যাচে টেবিলের তলানির দল ব্রাদার্স ইউনিয়নকে ৮৩ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে লিজেন্ডস অফ রূপগঞ্জ। আর দিনের অপর ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৪ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে রূপগঞ্জকে ব্যাটিংয়ে পাঠায় ব্রাদার্স ইউনিয়ন। ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে রূপগঞ্জ। ৯ রানে প্রথম উইকেট হারানো দলটি স্কোরবোর্ডে ৫৮ রান তুলতে হারায় ৫ উইকেট।
এরপর নাঈম ইসলামকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের দায়িত্বভার কাঁধে তুলে নেন সাব্বির রহমান। দুইজনের অবিচ্ছেদ্য ৮১ রানের জুটিতে ভর করে লড়াইয়ে ফেরে রূপগঞ্জ।
দলীয় ১৩৯ রানে সাব্বির ও ১৪৯ রানে নাঈমের বিদায়ের পর দলের জন্য কার্যকরী ইনিংস খেলা সম্ভব হয়নি বাকিদের পক্ষে। মাঠ ছাড়ার আগে সাব্বিরের ব্যাট থেকে আসে ৪৬ রান আর নাঈম করেন ৪৫।
ফলে ৪৪.১ ওভারে ১৬৮ রানে থেমে যায় রূপগঞ্জের ইনিংস।
একাই চার উইকেট নিয়ে রূপগঞ্জের ব্যাটিং লাইন আপ গুড়িয়ে দেন ইরফান হোসেন। ব্রাদার্সের হয়ে দুটি উইকেট নেন চাতুরাঙ্গা ডি সিলভা। আর একটি করে উইকেট যায় আবু হায়দার রনি, সাকলাইন সজীব ও সোহাগ গাজির ঝুলিতে।
জবাবে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি ব্রাদার্সের ব্যাটাররা। ১৭ রানে শুরু হওয়া ব্যাটিং বিপর্যয়ের ফলে ২২.২ ওভারে ৮৫ রান তুলেই থেমে যায় দলটির ইনিংসের চাকা। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান আসে সাদিকুর রহমান ও চাতুরাঙ্গা ডি সিলভার ব্যাট থেকে।
রূপগঞ্জের হয়ে ২২ রানে ৪ উইকেট নেন চিরাগ জানি। নাঈমের ঝুলিতে যায় তিনটি উইকেট। আর একটি করে উইকেট নেন মেহেদী হাসান রানা, নাবিল সামাদ ও মাশরাফি মোর্ত্তজা।
দিনের অপর ম্যাচে খেলাঘরের বিপক্ষে শাইনপুকুর জয় পেয়েছে ৪ উইকেটে। বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাট করে ৮ উইকেটের খরচায় ২১৬ রান তোলে খেলাঘর।
জবাবে ৩১.৩ ওভারে ৪ উইকেট হাতে রেখে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় শাইনপুকুর।