বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেসির দলে থাকাটাই যথেষ্ট মনে করেন গার্দিওলা

  •    
  • ১২ এপ্রিল, ২০২২ ১২:১২

একেবারে কিশোর বয়স থেকে ৭ বারের ব্যালন ডর জয়ীকে চেনেন গার্দিওলা। স্পেনের তেলেমুন্দো চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, মেসি কেমন খেলছে, সেটার চেয়ে তার দলে থাকাটাই যথেষ্ট।

চলতি মৌসুমে লিওনেল মেসির গোলস্কোরিং নিয়ে সমালোচনা হচ্ছে অনেক। সর্বকালের সেরা এ তারকার পা থেকে পিএসজির জার্সিতে মোটে ৭টি গোল এসেছে। যদিও মেসি এখন অধিকাংশ সময় প্লে-মেকার ভূমিকায় থাকেন, তারপরও তার এমন পরিসংখ্যানে হতাশ ভক্তরা।

সে দলে নেই পেপ গার্দিওলা। বার্সেলোনার সাবেক এ কোচের অধীনেই মেসি বিশ্বসেরা হয়ে ওঠেন। একেবারে কিশোর বয়স থেকে ৭ বারের ব্যালন ডর জয়ীকে চেনেন গার্দিওলা।আর্জেন্টিনার হয়ে বিশ্বসেরাদের মতোই পারফরম্যান্স করেন মেসি। সেদিকে ইঙ্গিত করে স্পেনের তেলেমুন্দো চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে গার্দিওলা বলেন, মেসি কেমন খেলছে, সেটার চেয়ে তার দলে থাকাটাই যথেষ্ট।

তিনি যোগ করেন, ‘দলে মেসি আছে এ বিষয়টাই দলকে বাড়তি শক্তি দেয়। দি মারিয়া, লাউতারো বা হুলিয়ান আলভারেসদের জন্য গোল তৈরি করে দেয়া বা নিজেরও ২-৩টি সুযোগ তৈরি করার অনন্য সামর্থ্য আছে।’

গুঞ্জন রয়েছে বিশ্বকাপের পর ব্রাজিল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা কোচ গার্দিওলা। সেদিকে তেমন লক্ষ্য নেই এ স্প্যানিয়ার্ডের। এখনও কোনো কিছু চূড়ান্ত নয় জানান তিনি। একই সঙ্গে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার দলকে নিয়ে প্রশংসাও ঝরেছে তার কণ্ঠে।

গার্দিওলা বলেন, ‘কোপা আমেরিকা জেতায় তাদের বাড়তি আত্মবিশ্বাস থাকবে যে তারা দলীয়ভাবে কিছু জিততে পেরেছে। বিশ্বকাপে এটা তাদের সাহায্য করবে। স্কালোনির দলের খেলা আমি খুব বেশি দেখিনি। কিন্তু তারা দীর্ঘ সময় কোনো ম্যাচ হারেনি। এই অপরাজিত থাকার অনুভূতি একটা দলকে বাড়তি মানসিক শক্তি জোগায়।’

এ বিভাগের আরো খবর