সাউথ আফ্রিকা সিরিজের ভেন্যু পাল্টেছে। পাল্টেছে শহর ও কন্ডিশন। তবে বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্যে কোনো পরিবর্তন নেই। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও তাসের ঘরের মতো ভেঙে পড়ল সফরকারীদের ইনিংস।
প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট হয়েছে ৮০ রানে। বাংলাদেশের ইনিংস টিকেছে ২৩.৩ ওভার।সে সুবাদে এক দিন হাতে রেখে সাউথ আফ্রিকা জয় পেয়েছে ৩৩২ রানে। এই জয়ে ২-০ ব্যবধানে বাংলাদেশকে ক্লিন সুইপ করল প্রোটিয়ারা।
সাউথ আফ্রিকার রান পাহাড় তাড়ায় চতুর্থ দিনের দ্বিতীয় ওভারে সাজঘরে ফিরে যান মুশফিকুর রহিম। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে এক রান।
দিনের দ্বিতীয় উইকেটের পতন ঘটে কেশাভ মহারাজের হাত ধরে। মুমিনুল হককে ৫ রানে সাজঘরের পথ দেখিয়ে দেন প্রোটিয়া এই স্পিনার।
দলের বিপদ আরও বাড়ে ইয়াসির আলি রাব্বির বিদায়ে। দলীয় ৪৪ রানে সাইমন হার্মারের শিকার হয়ে রানের খাতা খোলার আগেই ফিরতে হয় তাকে।
দলের এই বিপর্যয়ে সফরকারীদের এগিয়ে নেয়ার মিশনে নামেন লিটন দাস। কিন্তু দ্রুত দলকে এগিয়ে নেয়ার লক্ষ্যে বড় শট খেলতে গিয়ে ২৭ রানে মাঠ ছাড়তে হয় তাকে।
দলকে কিছু সময় টানেন মেহেদী হাসান মিরাজ। ২০ রানে তার বিদায়ের পর আর কেউ তেমন কোনো কার্যকরী ইনিংস খেলা সম্ভব হয়নি কারো পক্ষে। যার ফলে ৮০ রানে থেমে যায় সফরকারীদের ইনিংসের চাকা।
সাউথ আফ্রিকার দেয়া ৪১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ উইকেট খরচায় ২৭ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।