বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তামিম-শান্তকে হারিয়ে চাপে বাংলাদেশ

  •    
  • ৯ এপ্রিল, ২০২২ ২০:০৯

এলবিডব্লিউয়ের ফাঁদে পরে ৪৭ রানেই মাঠ ছাড়তে হয় বাঁহাতি এই ওপেনারকে।  

সাউথ আফ্রিকার করা রান পাহাড় টপকাতে নেমে শুরুতেই হোঁচট খাওয়া বাংলাদেশ তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে খেই ফিরে পায়। কিন্তু তামিম এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে আউট হওয়ায় ভাঙে দুজনের ৭৯ রানের জুটি।

এমন কী এক ওভারের ব্যবধানে শান্তও মালডারের এলবিডব্লিউয়ের শিকার হলে চাপে পড়ে বাংলাদেশ।

রান পাহাড় তাড়ায় বাংলাদেশ হোঁচট খায় ইনিংসের প্রথম ওভারেই। ইনিংসের পঞ্চম বলে সফরকারীরা হারায় ওপেনার মাহমুদুল হাসান জয়কে। ডুয়ান অলিভারের বলে প্রথম স্লিপে ধরা দিয়ে রানের খাতা খোলার আগেই মাঠ ছাড়তে হয় ডানহাতি এই ব্যাটারকে।

এরপর দ্রুত উইকেট পতনের ধাক্কা এড়াতে লড়াই শুরু করেন তামিম ও শান্ত। এই দুইজনের ব্যাটে ভর করে দলীয় সংগ্রহ ৫০ ছাড়ায় বাংলাদেশ। একই সঙ্গে পূর্ণ করেন নিজেদের ৫০ রানের জুটিও।

কিন্তু অর্ধশতকের দিকে ছুটতে থাকা তামিমের ব্যাট থামে মালডারের কারণে। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে ৪৭ রানেই মাঠ ছাড়তে হয় বাঁহাতি এই ওপেনারকে।

তামিম আউট হওয়ার এক ওভার পরেই মালডারের আরেক শিকার হন শান্ত। তিনি ৩৩ রানে মালডারের এলবিডব্লিউয়ের শিকার হন।

শেষ খবর পাওয়া পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে ২৩ ওভারে তিন উইকেট হারিয়ে তুলেছে ৮৫ রান।

এর আগে প্রথম ইনিংসে দ্বিতীয় দিনে দুই সেশন খেলে সবগুলো উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ৪৫৩ রান।

৫ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে প্রথম ইনিংসে অল আউট হওয়ার আগে ৪৫৩ রানের পুঁজি পায় প্রোটিয়ারা।

দিনের সপ্তম ওভারেই প্রোটিয়া শিবিরে দিনের প্রথম আঘাতটি হানেন খালেদ আহমেদ। কাইল ভেরেইনিকে ফেরান ডানহাতি এই পেইসার। দুর্দান্ত ইন সুইঙ্গার সরাসরি আঘাত হানে ভেরেইনির স্টাম্পে।

আর তাতেই ৩০০ রানে ষষ্ঠ উইকেট হারায় স্বাগতিকরা। মাঠ ছাড়ার আগে ভেরেইনির ব্যাট থেকে আসে ২২ রান।

এরপর মধ্যাহ্ন বিরতির ঠিক আগ মুহূর্তে আঘাত হানেন তাইজুল ইসলাম। ৩৩ রান করা মালডারকে সরসারি বোল্ড করেন বাহাতি এই স্পিনার।

এরপর সাইমন হার্মারকে সঙ্গে নিয়ে কেশভ মহারাজ বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকে সাউথ আফ্রিকা। দলীয় স্কোর ৪০০ ছাড়ানোর পাশাপাশি মহারাজের ব্যাট ছুটতে থাকে সেঞ্চুরির দিকে। কিন্তু সেটি হতে দেননি তাইজুল।

ব্যক্তিগত ৮৪ রানে তাইজুলের বলে স্টাম্প হারান মহারাজ। আর এর মধ্য দিয়ে পাঁচ উইকেটের কোটা পূর্ণ হয় বাঁহাতি এই স্পিনারের।

ক্যারিয়ারে দশমবারের মতো পাঁচ উইকেট শিকার করলেন তাইজুল।

এরপর আর খুব একটা কার্যকরী ইনিংস খেলা হয়নি কোনো প্রোটিয়ার। যার ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে ৪৫৩ রানের পুঁজি তুলে ইনিংস শেষ করে স্বাগতিকরা।

টাইগারদের হয়ে ছয় উইকেট নেন তাইজুল ইসলাম। তিনটি উইকেট নেন খালেদ আহমেদ ও একটি উইকেট যায় মেহেদী হাসান মিরাজের ঝুলিতে।

এ বিভাগের আরো খবর