বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পোর্ট এলিজাবেথে ঘুরে দাঁড়াবার প্রত্যয়

  •    
  • ৭ এপ্রিল, ২০২২ ২০:৪৪

রান না পেলেও মুশফিক ও নিজের ফর্ম নিয়ে দুশ্চিন্তা করছেন না মুমিনুল হক। সেন্ট জর্জের পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টে ভালো কিছু করতে মুখিয়ে আছেন তিনি।

সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই হাসেনি অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাট। প্রথম ইনিংসে করেছেন সাত রান; দ্বিতীয় ইনিংসে রানের খাতা খোলার আগেই ফিরতে হয়েছে সাজঘরে।

একই দশা দলপতি মুমিনুল হকের। চোকারদের বিপক্ষে প্রথম ইনিংসে তার ব্যাট থেকে আসেনি কোনো রান। দ্বিতীয় ইনিংসে করেছেন মোটে দুই রান।

রান না পেলেও মুশফিক ও নিজের ফর্ম নিয়ে দুশ্চিন্তা করছেন না মুমিনুল হক। সেন্ট জর্জের পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টে ভালো কিছু করতে মুখিয়ে আছেন তিনি।

ম্যাচপূর্ব সংবাদসম্মেলনে টাইগার দলপতি বলেন, ‘ওনাকে নিয়ে চিন্তাই করি না। উনি বাংলাদেশ দলের সেরা ব্যাটার। তিনটা ডাবল সেঞ্চুরি আছে। অবশ্যই দ্রুত কামব্যাক করবে। নিজেকে নিয়েও চিন্তিত নই। আগে কি হয়েছে তা না ভেবে সামনের ম্যাচে কি হবে সেটার অপেক্ষায় আছি।’

পোর্ট এলিজাবেথে শুক্রবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে নামবে দুই দল। বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ম্যাচটি।

এ বিভাগের আরো খবর