ক্রিকেট দলে ভাই-ভাই, বাবা-ছেলে খেলার নজির রয়েছে অনেকগুলো। কিন্তু স্বামী-স্ত্রীর জুটি রয়েছে একটিই। সেটি হল অ্যালিসা হিলি ও মিচেল স্টার্কের জুটি। দুইজনই অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটার। একজন বোলার ও একজন ব্যাটসম্যান।
এ বিশ্বমানের ক্রিকেটার জুটি দেশকে এনে দিয়েছে পরপর দুটি বিশ্বকাপ। শুধু তাই নয়, এ ক্রিকেট জুটির অর্জন অনেক।
২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে ম্যান অফ দ্য সিরিজ ছিলেন মিচেল স্টার্ক। আর সদ্য শেষ হওয়া নারী বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য সিরিজ হলেন হিলি।
ছেলেদের ওয়ানডেতে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন স্টার্ক। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ২৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের সবচেয়ে বেশি উইকেট শিকারী ছিলেন তিনি।
আর নারী বিশ্বকাপের সদ্য শেষ হওয়া আসরে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন স্টার্ক পত্নী হিলি। বিশ্বকাপের এ আসরে তার ব্যাট থেকে এসেছে ৫০৯ রান। যা কিনা নারী বিশ্বকাপে সর্বোচ্চ।
এর মধ্যে ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন ১৭০ রানের ইনিংস। যার বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড।
২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ আর ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতে অস্ট্রেলিয়া। দুই আসরেই বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন মিচেল স্টার্ক।
অপরদিকে নারীদের ২০১৩ ও ২০২২ ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের অংশ অ্যালিসা হিলি।