বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেয়ার্সের ৫ উইকেটে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে উইন্ডিজ

  •    
  • ২৭ মার্চ, ২০২২ ১৩:২৮

সেইন্ট জর্জেসে তৃতীয় দিনশেষে মাত্র ১০ রানের লিড পেয়েছে ইংল্যান্ড। তাদের অক্ষত আছে ২ উইকেট। দিনশেষে তাদের বোর্ডে রান ছিল ৮ উইকেটে ১০৩।

কাইল মেয়ার্সের পরিচিত ব্যাটার হিসেবে। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা তাকে আরও ভালোভাবে চিনবেন গত বছর চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ম্যাচজয়ী ডাবল সেঞ্চুরির কারণে।

সে মেয়ার্স কিনা বল হাতে ধসিয়ে দিলেন ইংল্যান্ডকে। তার ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট শিকারে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে ওয়েস্ট ইন্ডিজ।

সেইন্ট জর্জেসে তৃতীয় দিনশেষে মাত্র ১০ রানের লিড পেয়েছে ইংল্যান্ড। তাদের অক্ষত আছে ২ উইকেট। দিনশেষে তাদের বোর্ডে রান ছিল ৮ উইকেটে ১০৩।

৮ উইকেটে ২৩২ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। জশুয়া সিলভার প্রথম টেস্ট সেঞ্চুরিতে তিন শর কাছাকাছি সংগ্রহ গড়ে তারা।

১০০ রান করে অপরাজিত থাকেন সিলভা। তাকে টেইল এন্ডে যোগ্য সঙ্গ দেন কিমার রোচ ও জেইডন সিলস। রোচের ব্যাট থেকে আসে ২৫ আর সিলস করেন ১৩ রান।২৯৭ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। তাদের লিড দাঁড়ায় ৯৩ রানের।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মেয়ার্সের সিম বোলিংয়ের তোপ পড়ে ইংল্যান্ড। অ্যালেক্স লিস ও জনি বেয়ারস্টো ছাড়া দুই অঙ্কের রান পাননি কোনো ব্যাটার।

লিস ৩১ ও বেয়ারস্টো ২২ রান করে আউট হন। কাইল মেয়ার্স মাত্র ৯ রান দিয়ে ৫ উইকেট নেন। ১টি করে উইকেট নেন আলজারি জোসেফ ও জেইডন সিলস।

দিনশেষে ইংল্যান্ডের হয়ে উইকেটে ছিলেন ক্রিস ওকস। তিনি খেলছিলেন ৯ রানে। আর তার সঙ্গী জ্যাক লিচ অপরাজিত ছিলেন ১ রানে।

এ বিভাগের আরো খবর