বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মাঠে নামার আগেই কি আর্জেন্টিনার সব ফুটবলারের বিষয়টি জানা ছিল? ভেনেজুয়েলা ম্যাচ সামনে রেখে অনুশীলন শেষে লাইন ধরে লিওনেল মেসির সঙ্গে ছবি তুলছেন সতীর্থরা। এখানেই কি ইঙ্গিত ছিল যে আর্জেন্টিনার মাটিতে শেষ ম্যাচটি খেলে ফেললেন মেসি?
ঘরের মাঠে গ্যালারি ভরা দর্শকের সামনে ভেনেজুয়েলাকে হারানোর ম্যাচে সম্ভবত শেষবার আর্জেন্টিনার মাটিতে জাতীয় দলের জার্সিতে ‘ফেয়ারওয়েল’ হয়ে গেল মেসির।
এমন ম্যাচে নিজে গোল করেছেন, দলকে ৩-০ গোলে জয় এনে দিয়েছেন এই আর্জেন্টাইন ফুটবল মহাতারকা।
কাতার বিশ্বকাপ আগেই নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা। কাতারে যাওয়ার আগে আর্জেন্টিনার মাটিতে এটাই ছিল বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ। পরের ম্যাচটি ইকুয়েডরে।
শুধু মেসি নয়, এই ম্যাচ দিয়ে ‘ফেয়ারওয়েল’ হয়ে গেছে আরেক আর্জেন্টাইন আনহেল ডি মারিয়ারও।
আর্জেন্টিনার মাটিতে মেসির সঙ্গে শেষ ম্যাচটি খেলে ফেললেন হয়তো তিনিও। ‘ফেয়ারওয়েলের’ ম্যাচে গোলে মাতিয়েছেন মারিয়াও। গোলকিপারের ওপর দিয়ে চিপ শটে বল জালে জড়িয়েছেন এই পিএসজি স্টার।
কাতার বিশ্বকাপটাও যে শেষ বিশ্বকাপ হতে চলেছে সেটাও ম্যাচ শেষে ইঙ্গিত দিয়ে দিলেন মেসি।
তিনি বলেন, ‘এখন আমার সামনের টার্গেট ইকুয়েডর। তার আগে অন্য কিছু ভাবছি না। তবে বিশ্বকাপের পর অনেককিছু নিয়ে পুনরায় ভাবতে হবে।’
কোপা আমেরিকা জেতার পর এখন বিশ্বকাপে নজর মেসিদের। জীবনের শেষ বিশ্বকাপে শিরোপা ঘরে তুলতে মরিয়া লিওনেল মেসি।