তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সাউথ আফ্রিকাকে দারুণ শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার। ওভার প্রতি ৭ এর কাছাকাছি রান তুলছিলেন দুই জন।
সে ছন্দে ব্যাঘাত ঘটান মেহেদী মিরাজ। ১২ রান করা কুইন্টন ডি কককে ফিরিয়ে ব্রেক থ্রু দেন বাংলাদেশকে।
টস জিতে ব্যাট করতে নেমে সেঞ্চুরিয়নে ঝড়ো শুরু করেন দুই প্রোটিয়া ওপেনার ইয়ানেমান মালান ও কুইন্টন ডি কক।
৬ ওভারে তারা রান যোগ করেন ৪০। তবে সপ্তম ওভারে বল হাতে হিসাব পালটে দেন মেহেদী মিরাজ।
ওভারের পঞ্চম বলে তাকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে মাহমুদুল্লাহর ক্যাচে পরিণত হন অভিজ্ঞ ডি কক। ৮ বলে ১২ রান করেন তিনি।
৭ ওভার শেষে সাউথ আফ্রিকার রান ছিল ১ উইকেটে ৪৭।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন নেই। আগের দুই ম্যাচের কম্বিনেশন ধরে রেখেছে টাইগাররা। অর্থাৎ তিন পেইসারের সঙ্গে দুই স্পিনার আছেন দলে।
এ তিনে দুই সিরিজের টানা ৬ ম্যাচে একই একাদশ খেলাচ্ছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষেও একই একাদশ খেলিয়েছে টাইগাররা।