আইপিএলের নবাগত দল লখনৌ সুপারজায়ান্টসের ইংলিশ পেইসার মার্ক উডের ইনজুরির কারণে ফ্র্যাঞ্চাইজিটির চোখ পড়ে বাংলাদেশের পেইসার তাসকিন আহমেদের দিকে। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ ও শ্রীলঙ্কা সিরিজের কথা মাথায় রেখে তাদের প্রস্তাবে সাড়া দেননি ডানহাতি এই পেইসার।
পাশাপাশি সিরিজের মাঝপথে বোর্ডও তাকে দেয়নি আইপিএল খেলার সবুজ সংকেত। সে কারণে ডাক পেয়েও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটিতে খেলা হচ্ছে না তারকা এই পেইসারের।
সোমবার বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনূস সাফ জানিয়ে দেন সিরিজের চেয়ে আইপিএলকে বেশি প্রাধান্য দেয়ার কোনো সুযোগ নেই। সে কারণে তাসকিনকে যেতে দেয়া হবে না আইপিএলে।
জালাল বলেছিলেন, ‘সাউথ আফ্রিকার বিপক্ষে আমাদের দুটো টেস্ট আছে। ওয়ানডে আছে একটা। আমরা চাই না যে সিরিজ বাদ দিয়ে সে আইপিএলে যাক। জাতীয় দলের প্রাধান্য অবশ্যই সবার আগে। এর সঙ্গে কোনো কিছুর তুলনা নেই। সুতরাং, তাকে বলেছি, এই সিরিজটা চালিয়ে যেতে।’
এক দিন বাদে আশার কথা শোনালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তাসকিনের আইপিএলে খেলার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শেষ করে তাসকিন চাইলে খেলতে পারবেন আইপিএলে।
মঙ্গলবার সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবি বস।
পাপন বলেন, ‘তাসকিনের খেলার বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই। সিরিজটা শেষ করে (সাউথ আফ্রিকার বিপক্ষে) ও যেতে পারে। এমনকি সামনের যেই শ্রীলঙ্কা সিরিজটি রয়েছে সে সময়ে ও যেতে পারবে। কোনো সিরিজের মাঝপথে নয়।’
তবে তাসকিনের আইপিএলে খেলার সুযোগটা এখন প্রায় বন্ধ হয়ে গেছে বলা চলে। কারণ ইতোমধ্যে জিম্বাবুয়ের পেইসার ব্লেসিং মুজারবানিকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। যার ফলে আইপিএলের দরজা এক প্রকার বন্ধই হয়ে গেছে তাসকিনের জন্য।