মালদ্বীপ ম্যাচ দিয়ে দীর্ঘ বিরতির পর জাতীয় দলের জার্সিতে নামতে চলেছে বাংলাদেশ। ফিফা উইন্ডোর ম্যাচ সামনে রেখে নতুন কোচের অধীনে তিন দিন অনুশীলন করছে জাতীয় ফুটবল দল। নতুন মন্ত্রে মালদ্বীপকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী পুরো দল।
আগামীকাল মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়ার আগে সোমবার সংবাদ সম্মেলনে দলের এমন আত্মবিশ্বাসের কথা জানালেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
তিনি বলেন, ‘অবশ্যই আমরা মালদ্বীপকে তাদের মাটিতে হারিয়ে রেকর্ড করতে চাই। সবশেষ টুর্নামেন্টেও তো বলা হয়েছিল আমরা মালদ্বীপকে ১৮ বছর ধরে হারাতে পারি না। আমরা কিন্তু ঠিকই জয় পেয়েছি।’
২৪ মার্চ মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। অনুশীলনে মালদ্বীপের বিপক্ষে কী কৌশলে দল খেলবে তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে দলে। নতুন কোচ হাভিয়ের কাবরেরার এই কৌশলে মানিয়ে নিয়েছে জাতীয় দল এমন বিশ্বাস জামাল ভূঁইয়ার।
জাতীয় দলের অধিনায়ক বলেন, ‘তিন মাসে তিনি অনেক কাজ করেছেন, অনেক খেলা দেখেছেন। কাবরেরা পরিষ্কার বলে দিয়েছেন যে, কীভাবে তিনি কাজ করতে চান এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগের কোচদের কৌশল থেকে অবশ্য কিছু পরিবর্তন আছে।
‘আশা করি, এই পরিবর্তন আপনারা মালদ্বীপ ম্যাচে দেখতে পাবেন।’
মালদ্বীপসহ ২৯ শে মার্চ সিলেটের মাটিতে মঙ্গোলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুই ম্যাচেই জয় চান জামাল ভূঁইয়া।
তিনি বলেন, ‘অবশ্যই দুই ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই দুই ম্যাচে কোচ আমাদের পরখ করবেন, ম্যানেজমেন্ট আমাদের খেলা দেখবে। খেলোয়াড়দের জন্যও গুরুত্বপূর্ণ, কারণ অনেকদিন পর আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলছি।’
এই দুই ম্যাচে জয়ের স্বস্তি নিয়ে আগামী জুনে এশিয়ান কাপ বাছাইয়ে ভালোর লক্ষ্য জাতীয় দলের।
এ প্রসঙ্গে জামাল বলেন, ‘লক্ষ্যটা আগামী জুনের এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচগুলোর দিকেই, তবে আমরা এই দুই ম্যাচকেই বেশি গুরুত্ব দিতে চাই।’