লখনৌ সুপারজায়ান্ট হাত বাড়িয়েছিল তাসকিন আহমেদের দিকে। আইপিএলের এ নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথাবার্তা প্রায় চূড়ান্ত হয়েছিল বাংলাদেশি এ পেইসারের।
তবে বিসিবি তাকে আইপিএলে খেলার ছাড়পত্র দিচ্ছে না। সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনূস। সোমবার সাংবাদিকদের তিনি বলেন এই মুহূর্তে তাসকিনকে জাতীয় দলে দরকার। যে কারণে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে তাকে আইপিএল খেলতে না দেয়ার।
বিশ্বের সবচেয়ে বড় ও খরুচে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল শুরু হচ্ছে ২৬ মার্চ। চলবে ২৯ মে পর্যন্ত। প্রায় দুই মাসের এ সূচিতে লখনৌ দলের সঙ্গে থাকলে তাসকিন বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবেন না সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ।
বিসিবি তেমনটা চায় না। বোর্ডের পক্ষ থেকে জালাল ইউনূস বলেন, ‘সাউথ আফ্রিকার বিপক্ষে আমাদের দুটো টেস্ট আছে। ওয়ানডে আছে একটা। আমরা চাই না যে সিরিজ বাদ দিয়ে সে আইপিএলে যাক। জাতীয় দলের প্রাধান্য অবশ্যই সবার আগে। এর সঙ্গে কোনো কিছুর তুলনা নেই। সুতরাং, তাকে বলেছি, এই সিরিজটা চালিয়ে যেতে।’
আইপিএলের এ বছরের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ নিলামে সাড়ে ৭ কোটি রুপিতে ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক উডকে দলে টেনেছিল। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরে হাতের চোটে পড়েন উড। ফলে শেষ হয়ে যায় তার আইপিএলে খেলার সম্ভাবনা।
এরপরই উডের বিকল্প ভাবা শুরু করে লখনৌ। তাসকিনের ছাড়পত্র নিয়ে তারা বিসিবির সঙ্গে যোগাযোগও করেছে।
তাসকিন ছাড়প্ত্র না পাওয়ায় তাদের লক্ষ্য শ্রীলঙ্কান পেইসার দুষ্মন্ত চামিরা ও উইন্ডিজের পেইস বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডারের দিকে।