সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে সোমবার সারা দিন চলল নাটক। অবশেষে জানা গেল সাকিব ওয়ানডে সিরিজ শেষ করেই সাউথ আফ্রিকা থেকে দেশে ফিরছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে সোমবার দুপুরে প্রথমে জানানো হয়, সন্তান ও মায়ের অসুস্থতার কারণে সাউথ আফ্রিকা সফর শেষ না করে দেশে ফিরছেন সাকিব আল হাসান। বিষয়টি সংবাদমাধ্যমে তখন নিশ্চিত করেন বিসিবি পরিচালক জালাল ইউনূস।
এর ঘণ্টা দুয়েক পর ইউনূস জানান, সাকিব সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়াদের বিপক্ষে বুধবার তৃতীয় ও শেষ ওয়ানডের আগে দেশে ফিরবেন।
তবে তার কিছুক্ষণ পর সাউথ আফ্রিকা থেকে বাংলাদেশের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ নিশ্চিত করেন সাকিব সিদ্ধান্ত বদল করেছেন। বিশ্বসেরা অলরাউন্ডার ওয়ানডে সিরিজ খেলার পরই দেশে ফিরবেন।
মাহমুদ বলেন, ‘হ্যাঁ, ফিরে যাবার কথা ছিল এটা সত্যি কথা। বিসিবিতে জালাল ভাই (জালাল ইউনুস) হয়তো বলেছেন যে ও চলে যাচ্ছে। তবে একটু পরে সাকিব সিদ্ধান্ত নিয়েছে যে ও যাচ্ছে না, তৃতীয় ওয়ানডের পরই আমরা সিদ্ধান্ত নেব।’সাকিবের তিন সন্তান যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসার পর অসুস্থ হয়ে পড়ে। তারা রাজধানীর একটি হাসপাতালে ভর্তি। বড় মেয়ে আলাইনা ভুগছে ঠান্ডা জ্বরে আর ছেলে আইজাহ ও ছোট মেয়ে ইরাম ভুগছে নিউমোনিয়ায়।
এ ছাড়া সাকিবের মা হৃদরোগে আক্রান্ত। তিনিও ভর্তি আছেন হাসপাতালে।
সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের জয়ে ম্যাচসেরা হন সাকিব। দ্বিতীয় ওয়ানডে হেরেছে বাংলাদেশ।তৃতীয় ও শেষ ওয়ানডে বুধবার। আর দুই দলের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ৩১ মার্চ।