সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ইতিহাস গড়ে জয় পেলেও দ্বিতীয় ওয়ানডেতে এসে মুখ থুবড়ে পড়েছিল টাইগারদের ব্যাটিং ইউনিট। ব্যাটিং বিপর্যয়ের দিনে প্রোটিয়া বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছিল বাংলাদেশের টপ ও মিডল অর্ডারকে।
জোহানেসবার্গের উইকেটে থিতু হয়ে বসতে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে তামিম-মুশফিক-লিটনদের। শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ও মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ রক্ষা হয় বাংলাদেশের।
ফলে ৩৪ রানে পাঁচ উইকেট হারিয়েও শেষ পর্যন্ত ১৯৪ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। কিন্তু একদিন আগেই চিত্রটা ছিল সম্পূর্ণ উল্টো। সিরিজের প্রথম ম্যাচে সেঞ্চুরিয়নে ব্যাটারদের দাপটে বাংলাদেশ ছাড়িয়েছিল ৩০০ রানের কোটা
ভেন্যু ও শহর বদলের সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ের চিত্রটাই বদলে গেল টাইগারদের। দায়টা তাহলে কার? ব্যাটারদের না জোহানেসবার্গের উইকেটের?
জাতীয় দলের সাবেক ব্যাটিং কোচ নেইল মেকেঞ্জি ম্যাচ শেষে বলেছিলেন উইকেটের কন্ডিশনের কারণেই যুদ্ধ করতে হয়েছে বাংলাদেশের ব্যাটারদের।
উইকেটের বিরূপ আচরণের পাশাপাশি ব্যাটারদের দায়টাও স্বীকার করে নিয়েছেন জাতীয় দলের ওয়ানডে দলপতি তামিম ইকবাল। নিজেদের আরও একটু ভালো ব্যাটিং করা দরকার ছিল বলেও মন্তব্য করেন তিনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার মনে হয়, নিজেদের আরেকটু ভালোভাবে মেলে ধরা উচিত ছিল। উইকেটে বল উঠানামা (অসমান বাউন্স) করেছে। তারপরও আমাদের আরেকটু ভালো ব্যাটিং করা দরকার ছিল। ২৩০-২৪০ করতে পারলে এরপর দেখা যেত কী করা যায়।’
তিনি আরও বলেন, ‘এই ম্যাচে আমরা ভালো করতে পারিনি, এটা অস্বীকার করার কিছু নেই। আমরা অনেক ভুল করেছি এবং তারা খুব ভালো বোলিং করেছে। তাই তারা এখন জয়ীর বেশে।’
‘এই ধরনের ম্যাচের পারফরম্যান্সকে ব্যাখ্যা করা কঠিন। আমি উইকেটের দোষ দিতে পারি, এটা-ওটার দায় দিতে পারি। কিন্তু দিন শেষে আমার মনে হয় দায় আমাদেরই নিতে হবে। কারণ আমরা আরও ভালো খেলতে পারতাম।’
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্তটা ভুল ছিল বলে মানছেন তামিম। তবে জোহানেসবার্গে খেলার অভিজ্ঞতা কম থাকায় সেখানকার উইকেটের অতীত পরিসংখ্যান দেখে এ সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি।
তামিম বলেন, ‘দ্বিতীয় ইনিংসেও বল উঠানামা করেছে, বিশেষ করে নতুন বলে। এখন অনেক কিছুই বলা যায়। টস জেতার পর বোলিং নেয়া উচিত ছিল।’
তিনি আরও বলেন, ‘টসের সময় আমি বলেছিলাম, এখানে খেলার খুব বেশি অভিজ্ঞতা আমাদের নেই। আমরা মাঠে নেমেছি পরিসংখ্যান থেকে ধারণা নিয়ে। পরিসংখ্যান বলছে, আগে ব্যাটিং করে এখানে অনেক জয় এসেছে।’