বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোনাকোর কাছে হারল মেসিবিহীন পিএসজি

  •    
  • ২০ মার্চ, ২০২২ ২০:৫০

স্কোয়াডের বাইরে লিওনেল মেসি। আর্জেন্টাইন এ ফুটবল তারকার অবর্তমানে অ্যাওয়ে ম্যাচে মোনাকোর কাছে ৩-০ গোলে হারল পিএসসি।

ফ্লুতে আক্রান্ত হয়ে স্কোয়াডের বাইরে লিওনেল মেসি। এই আর্জেন্টাইন ফুটবল তারকার অবর্তমানে লিগের ম্যাচে নেমে হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে প্যারিস সেইন্ট জার্মেই বা পিএসজিকে।

অ্যাওয়েতে রোববার লিগ ওয়ানের ম্যাচে ৩-০ গোলে হেরেছে পিএসজি।

ম্যাচের শুরুতে উইসাম বেন ইয়াদেরের গোলে ঘরের মাঠে লিড নেয় মোনাকো।

বিরতির পরেও ফিরে আসা সম্ভব হয়নি এমবাপে-নেইমারদের। উল্টো আরও দু’বার হোঁচট খেতে হয় পিএসজির।ম্যাচের ৬৮ মিনিটে কেভিন ভোলান্ডের গোলে ব্যবধান দ্বিগুন করে মোনাকো।

দুই গোলে পিছিয়ে পড়ে জালের সন্ধ্যান পায়নি পিএসজির আক্রমণ।

উল্টো ম্যাচের শেষ মুহূর্তে উইসামের আরেকটি গোলে ব্যবধান ৩-০ করে ফেলে মোনাকো। এ ম্যাচের মধ্য দিয়ে সবশেষ ৬ ম্যাচের চারটিতে হারের স্বাদ পেল পিএসজি। লিগে সবশেষ ৫ ম্যাচের তিনটিতে হেরেছে দলটি।

এ হারে পয়েন্ট টেবিলে খুব একটা প্রভাব পড়েনি পিএসজির। ২৯ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। ১৩ পয়েন্ট কমে রেনের অবস্থান দুইয়ে। আর পিএসজিকে হারিয়ে ৪৪ পয়েন্ট ঝুলিতে নিয়ে সাতে অবস্থান করছে মোনাকো।

এ বিভাগের আরো খবর