বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিপজ্জনক ডি কককে ফেরালেন সাকিব

  •    
  • ২০ মার্চ, ২০২২ ১৯:২৭

সাউথ আফ্রিকার দুই ওপেনারকে আউট করেছে বাংলাদেশ। ইয়ানেমান মালানের পর ফিরে গেছেন কুইন্টন ডি কক।

১৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দারুণ শুরুর পর সাউথ আফ্রিকার দুই ওপেনারকে আউট করেছে বাংলাদেশ। ইয়ানেমান মালানের পর ফিরে গেছেন কুইন্টন ডি কক।

বাংলাদেশের দেয়া ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকে মারকুটে ব্যাটিং করেন দুই প্রোটিয়া ওপেনার ইয়ানেমান মালান ও কুইন্টন ডি কক। চার ছক্কার পসরা সাজিয়ে দলকে নিয়ে যেতে থাকেন জয়ের দিকে।

তাসকিন-শরিফুল-মুস্তাফিজ-মিরাজদের ওপর আগ্রাসন চালিয়ে ৮ চার ও ২ ছক্কায় ২৬ বলে অর্ধশতক তুলে নেন ডি কক।

তাদের ৮৬ রানের জুটি ভাঙেন মিরাজ। ২৬ রান করা মালানকে বোল্ড করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন তিনি। এরপর আউট হন ৬২ রান করা ডি কক।

১৬তম ওভারে সাকিব আল হাসানকে মারতে যেয়ে আফিফ হোসেনের হাতে ধরা পড়েন তিনি।

১৭ ওভার শেষে স্বাগতিক দলের সংগ্রহ ছিল ২ উইকেটে ১০১ রান।

এর আগে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাউথ আফ্রিকাকে ১৯৫ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। শুরুর ধাক্কা সামলে আফিফ ও মিরাজের ব্যাটে দুই শর কাছাকাছি সংগ্রহ পায় সফরকারী দল।

৭ম উইকেটে ৮৬ রান যোগ করে বাংলাদেশকে লড়াই করার মতো পুঁজির দিকে নিয়ে যান আফিফ হোসেন ও মেহেদী মিরাজ।

ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে আউট হন আফিফ। তার ৭২ রানের ইনিংসটি ছিল বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। মিরাজ আউট হন ৩৮ রান করে।

এই দুজনের বিদায়ের পর বেশি দূর যেতে পারেনি বাংলাদেশ। ৯ উইকেটে ১৯৪ রানে থামে টাইগারদের ইনিংস।

সাউথ আফ্রিকার পক্ষে সেরা বোলার ছিলেন রাবাডা। ৩৯ রানে ৫ উইকেট নেন এ ফাস্ট বোলার। ১টি করে উইকেট নেন এনগিডি, তাবরেইজ শামসি, ফন ডার ডুসেন ও ওয়েইন পারনেল।

এ বিভাগের আরো খবর