বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আর্চারিতে বাংলাদেশের তিন স্বর্ণ

  •    
  • ১৯ মার্চ, ২০২২ ২০:৩২

থাইল্যান্ডের ফুকেটে শনিবার ফাইনালে ভারতের পুনিয়া-রিধি-ভারমার দলকে ৫-৪ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশের মেয়েরা।

এশিয়া কাপ বিশ্ব র‌্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্বর্ণটি আগে থেকেই ছিল বাংলাদেশের ঝুলিতে। কেননা ফাইনালিস্ট যে দুই বাংলাদেশি। রিকার্ভ মহিলা ইভেন্টের ফাইনালে দিয়া সিদ্দিকাকে ৬-২ সেটে হারিয়ে স্বর্ণপদক জিতে নিয়েছেন নাসরিন আক্তার।

এর আগের দুটি ইভেন্টেও ফাইনাল খেলেছিলেন নাসরিন। দুটি ইভেন্টেই স্বর্ণপদক পান তিনি। নারী এককের ফাইনালে স্বর্ণপদক জয়ের মাধ্যমে তৃতীয় স্বর্ণ ঝুলিতে পুরলেন তিনি।

দিনের শুরুতে নাসরিন-দিয়া-নিশার নেতৃত্বে দ্বিতীয় স্বর্ণ জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা।

থাইল্যান্ডের ফুকেটে শনিবার ফাইনালে ভারতের পুনিয়া-রিধি-ভারমার দলকে ৫-৪ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশের মেয়েরা।

এদিকে মিশ্র দলগততে ভারতকে হারিয়ে স্বর্ণ জিতেছে রোমান সানা ও নাসরিন আক্তারের দল।

ভারতের পার্থ শুকলা ও রিধি ফোর জুটিকে ৫-৩ সেটে হারায় বাংলাদেশ।

এই নিয়ে চলতি টুর্নামেন্টে আর্চারি থেকে তিন স্বর্ণ ও একটি সিলভার পদক জয় করেছে বাংলাদেশ।

চলতি টুর্নামেন্টে বাংলাদেশের পদক

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে রোমান সানা ও নাসরিন আক্তার ৫-৩ সেটে ভারতকে পরাজিত করে স্বর্ণপদক জেতেন।

রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও ফামিদা সুলতানা নিশা ৬-৫ সেটে ভারতকে পরাজিত করে স্বর্ণপদক জয় করেছেন।

রিকার্ভ মহিলা একক ইভেন্টে নাসরিন আক্তার ৬-২ সেটে দিয়া সিদ্দিকীকে পরাজিত করে স্বর্ণপদক জয় করেন। দিয়া সিদ্দিক সিলভার মেডেল পান।

এ বিভাগের আরো খবর