বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দিয়া-নাসরিন-নিশায় দ্বিতীয় স্বর্ণ বাংলাদেশের

  •    
  • ১৯ মার্চ, ২০২২ ১৫:৫৯

চলমান এশিয়া কাপ বিশ্ব র‌্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপে নাসরিন-দিয়া-নিশার নেতৃত্বে দ্বিতীয় স্বর্ণ জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা। ভারতের পুনিয়া-নিধি-ভারমার দলকে ৫-৪ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশের মেয়েরা।

রোমান সানা ও নাসরিন জুটির পর এবার রিকার্ভ নারীদের দলগত ইভেন্টেও স্বর্ণ জিতল বাংলাদেশ।

চলমান এশিয়া কাপ বিশ্ব র‌্যাঙ্কিং আর্চারি চ্যাম্পিয়নশিপে নাসরিন-দিয়া-নিশার নেতৃত্বে দ্বিতীয় স্বর্ণ জিতেছে লাল-সবুজ জার্সিধারীরা।

থাইল্যান্ডের ফুকেটে শনিবার ফাইনালে ভারতের পুনিয়া-রিধি-ভারমার দলকে ৫-৪ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশের মেয়েরা।টুর্নামেন্টের শুরু থেকেই ভালো পারফর্ম করে যাচ্ছে বাংলাদেশের আর্চাররা। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় স্বর্ণ পেল বাংলাদেশ।

এর আগে দিনের প্রথম ইভেন্ট মিশ্র দলগততে ভারতকে হারিয়ে স্বর্ণ জিতেছে রোমান সানা ও নাসরিন আক্তারের দল।

ভারতের পার্থ শুকলা ও রিধি ফোর জুটিকে ৫-৩ সেটে হারায় বাংলাদেশ।

এদিকে আরও একটি ইভেন্টে ফাইনালে খেলবে বাংলাদেশ। রিকার্ভ নারী একক ইভেন্টের ফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশের দুই আর্চার। একই ইভেন্টের দুই ফাইনালিস্টই বাংলাদেশের। ফলে অটোম্যাটিক চয়েজে স্বর্ণ নিশ্চিত হয়ে গেছে লাল-সবুজের।

এবার সবাইকে চমকে দিয়ে তিনটি ইভেন্টেরই ফাইনালে খেলছেন নাসরিন। এর মধ্যে দুই ইভেন্টে স্বর্ণ জেতেন এই নারী আর্চার।

শনিবার তিনটি ব্রোঞ্জ পদকের লড়াইয়েও অংশ নেবে বাংলাদেশের আর্চাররা।

এ বিভাগের আরো খবর