বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন চেলসি আছে প্রশাসনিক সঙ্কটে। মালিক রোমান আব্রামোভিচকে বৃটেনের সরকার নিষিদ্ধ করার পর, ক্লাবের ভবিষ্যত নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
মাঠের বাইরে দুঃসময়ের পাশাপাশি মাঠের ভেতরেও কঠিন চ্যালেঞ্জের সামনে পড়ল লন্ডনের ক্লাবটি।ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই করতে হবে চেলসিকে।
ফ্রান্সের নিঁওতে শুক্রবার অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল পর্বের ড্র।
ড্রয়ে চেলসির প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে রিয়াল মাদ্রিদ। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে লড়তে হবে স্প্যানিশ চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে।
সেমিফাইনালে দেখা হবে এই দুই ম্যাচে জয়ী দলের।
ড্রয়ের অন্য পাশে রয়েছে বাকি চার ক্লাব। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্পেনের ক্লাব ভিয়ারিয়াল।
আর লিভারপুল খেলবে পর্তুগালের ক্লাব বেনফিকার বিপক্ষে। দ্বিতীয় সেমিফাইনালে দেখা হবে এই দুই ম্যাচের জয়ী দলের।