ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটন ও নিউকাসল ইউনাইটেডের মধ্যকার ম্যাচটা তখন চলছে। গ্যালারি থেকে এক সমর্থক এসে গোলপোস্টের সঙ্গে নিজের গলা বেঁধে ঠায় দাঁড়িয়ে যান। এই অবস্থায় খেলা বন্ধ রাখতে হয় রেফারিকে!
পরে ডাগআউট থেকে কাঁচি-ছুরি নিয়ে এসে প্লাস্টিকের রশি কেটে গোলপোস্ট খালি করতে হয় লিগ কর্তৃপক্ষকে।
এমনটা ঘটেছে বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডের গুডিসন পার্ক স্টেডিয়ামে।
ম্যাচের ৪৯ মিনিটে খেলা চলার সময় এক ফুটবল ভক্ত আচমকা মাঠে ঢুকে পড়েন। গোলপোস্টের সঙ্গে নিজেকে বেঁধে রাখেন। তার টি-শার্টে লেখা ‘জাস্ট স্টপ ওয়েল’।
লিগে এভারটনের খারাপ অবস্থায় বিরুদ্ধে প্রতিবাদ করতেই এমন কান্ড।
এমন অবস্থায় সাত মিনিট বন্ধ ছিল ম্যাচ। পরে কাটার ও কাঁচি নিয়ে এসে এই সমর্থককে মাঠের বাইরে নেয় লিগ কর্তৃপক্ষ।
তাকে মাঠ থেকে সরানোর পর মাঠে আবারও খেলা গড়ায়।
এই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে এভারটন। ইনজুরি টাইমে আইওবির দুর্দান্ত গোলে নিউকাসলকে হারায় এভারটন।
এ জয়ের পরও রেলিগেশন জোনে আছে এভারটন। ২৭ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তারা আছে ১৭ নম্বরে।