বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিটির কাঁধে লিভারপুলের নিঃশ্বাস

  •    
  • ১৭ মার্চ, ২০২২ ১১:০০

৫৪তম মিনিটে দলকে এগিয়ে দেন দিয়োগো জোতা। মাঝমাঠ থেকে আলকান্তারার দুর্দান্ত এক পাস ডি-বক্সের বাইরে থেকে রিসিভ করে বক্সের ভেতরে ঢুকে কোনাকুনি শটে জালের ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ এ ফরোয়ার্ড।

প্রিমিয়ার লিগে আর্সেনালকে হারিয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনল লিভারপুল। গানারদের বিপক্ষে ২-০ গোলের জয়ে টেবিলের শীর্ষে থাকা সিটিজেনদের সঙ্গে পয়েন্ট ব্যবধান ১-এ নামিয়ে আনল অলরেডরা।

এর আগে গত মঙ্গলবার ক্রিস্টাল প্যালেসের মাঠে তাদের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল ম্যান সিটিকে। সিটির হোঁচট খাওয়ার সুযোগটা কাজে লাগিয়ে ব্যবধান কমিয়ে আনার মিশনে এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরুটা ভালো করতে পারেনি লিভারপুল।

একাধিক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি কোনো দলই, তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই বদলে যায় দৃশ্যপট।

৫৪তম মিনিটে দলকে এগিয়ে দেন দিয়োগো জোতা। মাঝমাঠ থেকে আলকান্তারার দুর্দান্ত এক পাস ডি-বক্সের বাইরে থেকে রিসিভ করে বক্সের ভেতরে ঢুকে কোনাকুনি শটে জালের ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ এ ফরোয়ার্ড।

এগিয়ে যাওয়ার আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন রবার্তো ফিরিমিনো।

ম্যাচের ৬২ মিনিটের সময় পরপর দুই দফায় নিজেদের ডি-বক্সে বল ক্লিয়ার করতে ব্যর্থ হন গানার ডিফেন্ডাররা। সেখান থেকে বল বাগে পেয়ে নিচু শটে লক্ষ্যভেদ করেন ফিরমিনো।

এ জয়ের মধ্য দিয়ে চলতি লিগে টানা ৯ ম্যাচে জয়ের দেখা পেল ক্লপ শিষ্যরা।

২৯ ম্যাচে ২১ জয় ও ৬ ড্রয়ে লিভারপুলের বর্তমান পয়েন্ট ৬৯। এক পয়েন্টে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে ম্যান সিটি। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তিনে চেলসি।

টানা পাঁচ জয়ের পর হারের স্বাদ পাওয়া আর্সেনাল ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের চার নম্বরে। আর ১ পয়েন্ট কম নিয়ে পাঁচে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

এ বিভাগের আরো খবর