বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দ্বিতীয় দিনেও উজ্জ্বল রোমান-দিয়ারা

  •    
  • ১৬ মার্চ, ২০২২ ২২:১৭

রিকার্ভ নারী ইভেন্টে প্রি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশের আর্চার নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও ফামিদা সুলতানা নিশা। কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে প্রি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন নেয়াজ আহমেদ রাকিব ও মিঠু রহমান।

এশিয়া কাপ বিশ্ব র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় দিনেও দারুণ পারফরম্যান্স করে আলো ছড়িয়েছেন বাংলাদেশের আর্চাররা। রিকার্ভ নারী ইভেন্টে প্রি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন বাংলাদেশের আর্চার নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও ফামিদা সুলতানা নিশা।

কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে প্রি কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন নেয়াজ আহমেদ রাকিব ও মিঠু রহমান।

বুধবার থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত রিকার্ভ নারী এককে ১৮ জন আর্চার অংশগ্রহণ করেন। ৭০ মিটার দূরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে নাসরিন আক্তার ৬৪২ স্কোর করে দ্বিতীয়, দিয়া সিদ্দিকী ৬১৬ স্কোর করে অষ্টম এবং ফামিদা সুলতানা নিশা ৬০৮ স্কোর করে নবম স্থান অর্জন করেন।

রিকার্ভ নারী দলগত ইভেন্টের বাছাইয়ে বাংলাদেশ (নাসরিন আক্তার, দিয়া সিদ্দিকী ও ফামিদা সুলতানা নিশা) ১৮৬৬ স্কোর করে দ্বিতীয় স্থান অর্জন করে। ইলিমিনেশন (নক-আউট) রাউন্ডে সেমি-ফাইনালে দলগত ইভেন্টে বাংলাদেশ রিকার্ভ মহিলা দল কাজাখস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে।

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাছাইপর্বে বাংলাদেশ (মো: রোমান সানা ও নাসরিন আক্তার) ১২৯৫ স্কোর করে তৃতীয় স্থান অর্জন করেন। ইলিমিনেশন (নক-আউট) রাউন্ডে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এ দিকে কম্পাউন্ড পুরুষ এককে ইভেন্টে ৩২জন আর্চার অংশগ্রহণ করেন। ৫০মিটার দুরত্বে ৭২টি তীর ছুড়ে ৭২০ স্কোরের মধ্যে নেয়াজ আহমেদ রাকিব ৬৯৪ স্কোর করে সপ্তম, মিঠু রহমান ৬৮৫ স্কোর করে ১৬তম, হিমু বাছার ৬৮০ স্কোর করে ২৪তম এবং মো: সোহেল রানা ৬৭৯ স্কোর করে ২৫তম স্থান অর্জন করেন।

কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টের ইলিমিনেশন (নক-আউট) রাউন্ডে ১/১৬ খেলায় বাংলাদেশের মিঠু রহমান ১৪৫-১৪৪ স্কোরে হংকং-এর ‘সেজে সিং ইউকে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন।

শেষ ষোল’র খেলায় নেওয়াজ আহমেদ রাকিব ১৪৬-১৪২ স্কোরে মো. আরিফিন মোহাম্মদ শফিককে হারিয়ে প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন।

কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টের বাছাইপর্বে বাংলাদেশ (নেওয়াজ আহমেদ রাকিব, মিঠু রহমান ও হিমু বাছাড়) ২০৫৯ স্কোর করে পঞ্চম স্থান অর্জন করে। ইলিমিনেশন (নক-আউট) রাউন্ডে কোয়ার্টার ফাইনালে দলগত ইভেন্টে বাংলাদেশ কম্পাউন্ড পুরুষ দল থাইল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে।

কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশ (নেওয়াজ আহমেদ রাকিব ও শ্যামলী রায়) ১৩৬৯ স্কোর করে পঞ্চম স্থান অর্জন করে। ইলিমিনেশন (নক-আউট) রাউন্ডে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ আয়োজক দেশ থাইল্যান্ডের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এ বিভাগের আরো খবর