লিগ শুরুর দিন হারতে হয়েছিল আবাহনীকে। ঢাকা ডার্বির আরেক দল মোহামেডান স্পোর্টিং ক্লাবও নিজেদের প্রথম ম্যাচে হারের শিকার হয়েছে। শাইনুপুকুর ক্রিকেট ক্লাবের কাছে নিজেদের প্রথম ম্যাচে ৪১ রানে হেরেছে মোহামেডান।
ঢাকা প্রিমিয়ার লিগে বুধবারের ম্যাচে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৫০ রান সংগ্রহ করে শাইনপুকুর। জবাবে মোহামেডান ২০৯ রানে গুটিয়ে যায়।
সাউথ আফ্রিকা সফরে থাকায় মোহামেডান প্রথম একাদশের ছয় নিয়মিত ক্রিকেটারকে পায়নি। যার মধ্যে ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজের মতো তারকারা।
তারকার অভাবে থাকা মোহামেডান শাইনপুকুরের রান তাড়া করতে পারেনি। জাতীয় দলের তারকা সৌম্য সরকার করেন ৭ রান। আর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আসা মোহাম্মদ হাফিজও হতাশ করেন।
পাকিস্তানের এ অভিজ্ঞ তারকার ব্যাট থেকে আসে ৪ রান।
দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার পারভেজ ইমন। অধিনায়ক শুভাগত হোম করেন ৫১ রান। শেষ দিকে আরাফাত মিশুর ৩৮ রানের ইনিংসে ২০০ রান অতিক্রম করে মোহামেডান।
এর আগে, শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ব্যাট করে সাজ্জাদুল হকের ৭২ রান শাইনপুকুরকে শক্ত ভিত গড়ে দেয়। এর সঙ্গে সিকান্দার রাজা, আলাউদ্দিন বাবু ও রাকিন আহমেদের ব্যাটে আড়াই শ ছাড়ায় শাইনপুকুর।
বাবু ৪৬, রাজা ৪২ ও রাকিন ৩৯ রান করেন। মোহামেডানের হয়ে ৩টি উইকেট নেন সৌম্য সরকার। হাফিজ নেন এক উইকেট।
ব্যাট ও বলে সমান অবদান রাখার জন্য ম্যাচ সেরা হন আলাউদ্দিন বাবু।