মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলতে এসেছেন মোহাম্মদ হাফিজ। অভিজ্ঞ এ পাকিস্তানি অলরাউন্ডার চুক্তি সম্পন্ন করেছেন ঢাকার ঐতিহ্যবাহী এক ক্লাবের সঙ্গে।
মোহামেডানে খেলতে এসে উপভোগের মন্ত্র হাফজের। মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় এমনটাই জানান পাকিস্তানের সাবেক অধিনায়ক।
হাফিজ বলেন, ‘নিজের ভালো লাগা ও আবেগ থেকে খেলতে এসেছিল। বিশ্বজুড়ে তরুণদের অনুপ্রাণিত করতে চাই। এখন ক্রিকেটটা উপভোগ করতে চাই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি। কিন্তু ব্যক্তিগত ভাবে আমি মনে করি ক্রিকেটকে দেয়ার মতো অনেক কিছুই আছে আমার।’
সাউথ আফ্রিকা সিরিজের কারণে মোহামেডান স্কোয়াডে পাচ্ছে না সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও মেহেদি মিরাজের মতো দেশসেরা তারকাদের।
হাফিজকে দলে টানলেও, গত দুই বছর শুধু টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে ডিপিএলের ওয়ানডে ফরম্যাটে তেমন একটা সমস্যা হবে না বলে মনে করেন ৪১ বছর বয়সী হাফিজ।
তিনি বলেন, ‘গত দুই বছর ওডিআই না খেললেও আমার বিশ্বাস আমি এ ফরম্যাটে ভালো খেলব। আন্তর্জাতিক পর্যায়ে যে ফিটনেস দরকার সেটা আমি সব সময় ধরে রাখার চেষ্টা করি। মোহামেডান খুবই আন্তরিকভাবে সবকিছু সামলেছে। তারা সবসময়ই সাহায্য করেছে।’এবারের ডিপিএলে কোনো বায়ো বাবল রাখা হয়নি। এ বিষয়টিও হাফিজকে উৎসাহ যুগিয়েছে। কোভিড মহামারির সময়ে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার ভয়াবহতা এড়াতে চেয়েছেন তিনি।
হাফিজ যোগ করেন, ‘আমি চাই এখানে নিজের মতো ঘোরাঘুরি করতে চেয়েছি। যতদিন থাকব যেন সব দেখতে পারি। ক্রিকেটটা উপভোগ করতে পারি। বায়ো বাবল মানসিকভাবে আপনাকে দুর্বল করে ফেলে। এটা না থাকায় এবারের লিগে সবাই বাড়তি উপভোগের সুযোগ পাবে।’