করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের ওপর ছড়ি ঘোরাচ্ছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৫৫৬ রানের পুঁজি দাঁড় করানোর পর বল হাতেও স্বাগতিকদের চেপে ধরেছে অস্ট্রেলিয়া। যার ফলে ১৪৮ রানেই অল আউট হতে হয়েছে বাবর আজমের দলকে।
তৃতীয় দিন শেষে ৪৮৯ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে ৩৫ রানে অপরাজিত রয়েছে উসমান খোয়াজা। তাকে ৩৭ রানে সঙ্গ দিচ্ছেন মার্নাস ল্যাবুশেন।
৫০৫ রানে ৮ উইকেট হারিয়ে দিন শুরু করে অজিদের ইনিংসের সমাপ্তি ঘটে স্কোরবোর্ডে ৫১ রান যোগ করেই। যার ফলে প্রথম ইনিংসে অজিদের সংগ্রহ দাঁড়ায় ৫৫৬ রানের।
রান পাহাড়ে পিষ্ট হয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়টা শুরু হয় দলীয় ২৬ রানে। এরপর অজি বোলারদের তোপের সামনে একে একে আত্মসমর্পণ করে মাঠ ছাড়তে থাকেন স্বাগতিক ব্যাটাররা।
দলের হয়ে কেবল দুই অঙ্কের রান ছোঁয়া সম্ভব হয় আসাদুল্লাহ শফিক (১৩), ইমাম উল হক (২০), আজহার আলি (১৪), বাবর আজম (৩৬) ও নোমান আলির (২০) পক্ষে। বাকিদের এক অঙ্কের ঘরে আটকে থেকেই ফিরতে হয় সাজঘরে।
শেষতক নিয়মিত আসা যাওয়ার মধ্য দিয়ে ১৪৮ রানের থেকে যায় পাকিস্তানের রানের চাকা।
অস্ট্রেলিয়ার হয়ে তিনটি উইকেট নেন মিচেল স্টার্ক। দুটি উইকেট ঝুলিতে পুরেন মিচেল সোয়াম্পসন। আর একটি করে উইকেট নেন প্যাট কামিন্স, নাথান লিয়ন ও ক্যামেরন গ্রিন।
বড় লিড নিয়ে ব্যাট করতে নেমে দলীয় ২০ রানেই মাঠ ছাড়েন ডেভিড ওয়ার্নার। এরপর উসমান খোয়াজা ও মার্নাস ল্যাবুশেনের ব্যাটে ভর দিয়ে এগিয়ে যেতে থাকে সফরকারীরা।
শেষ পর্যন্ত ১ উইকেটে ৮১ রান তোলে দিন শেষ করে অজিরা।