পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে চালকের আসনে রয়েছে অস্ট্রেলিয়া। দিন শেষে সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ২৫১ রান। ১২৭ রানে অপরাজিত রয়েছেন উসমান খোয়াজা। দিন শেষে তার সঙ্গী নাথান লিয়ন। যদিও রানের খাতা খোলা হয়নি লিয়নের।
করাচী জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বেশ ভালোই করে সফরকারী অস্ট্রেলিয়া। দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজার ব্যাট থেকে উদ্বোধনী জুটিতেই আসে ৮২ রান।
এই দুইজনের দুর্দান্ত সেই জুটি ভাঙ্গে ডেভিড ওয়ার্নারের বিদায়ে। ৪৮ বলে ৩৬ করে ফাহিম আশরাফের শিকার বনে মাঠ ছাড়েন এই ওপেনার।
দলকে বেশিদূর টানতে পারেননি দুর্দান্ত ফর্মে থাকা মার্নাস ল্যাবুশেইনও। ৯ বল খেলে রানের খাতা খোলার আগেই রান আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
কিন্তু উইকেটের একপ্রান্ত আগলে ধরে লড়াই চালিয়ে যেতে থাকেন খোয়াজা। ওয়ার্নারকে সঙ্গে নিয়ে করা হাফ সেঞ্চুরিকে তিনি সেঞ্চুরিতে পরিণত করেন স্টিভেন স্মিথকে নিয়ে।
১৯৩ বলে করা তার দুর্দান্ত সেই শতকে ছিল ১২টি চার ও একটি ছক্কার মার। পাশাপাশি স্মিথও ১২৯ বলে তুলে নেন ক্যারিয়ারের ৩৫তম অর্ধশতক।
এই দুই ব্যাটসম্যানের জুটি পাকিস্তানকে রান পাহাড়ে পিষ্ট করার ইঙ্গিত দিচ্ছিল। দুইজনের অবিচ্ছেদ্য ১৫৯ রানের জুটি ভেঙ্গে দিন শেষের ঠিক আগ মুহূর্তে ব্রেক থ্রু এনে দেন হাসান আলি।
২১৪ বল খেলে ৭২ রান করা স্মিথকে ফিরিয়ে পাকিস্তানের দিনের শেষটা আংশিক রঙ্গিন করেন এই পেইসার। কিন্তু ততক্ষণে বড় পুঁজি নিয়ে ফেলেছে সফরকারীরা।
শেষতক ২৫১ রানে দিন শেষ করে অজিরা।