দারুণ দুই ব্যাটিং শো’য়ে ড্রয়ের পথে এগোচ্ছে ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের অ্যান্টিগা টেস্ট। চতুর্থ দিন শেষে জ্যাক ক্রাউলির সেঞ্চুরিতে এক উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড। লিড নেয় ১৫৩ রানের। পঞ্চম দিনে অলৌকিক কিছু না ঘটলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে পারে দুই দল।
এক উইকেট হাতে রেখে ৩৭৩ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনে ক্যারিবীয়রা স্কোরবোর্ডে যোগ করতে পারে মাত্র দুই রান। ফলে ইংল্যান্ডের বিপক্ষে ৬৪ রানের লিড নিয়ে নিজেদের প্রথম ইনিংসের ইতি টানে স্বাগতিকরা।
জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ম্যাচে প্রত্যাবর্তন করে ইংল্যান্ড। এক উইকেট হারিয়ে অনায়াসে ক্যারিবীয়দের বোলারদের মোকাবিলা করে শক্ত অবস্থানে যায় ইংল্যান্ড। কেমার রোচের বলে শিকার হয়ে ৬ রান করে ক্রিজ থেকে বিদায় নেন ইংল্যান্ডের ওপেনার আলেক্স লিস।
পরে ক্রিজে নামেন অধিনায়ক জো রুট। সারা দিন ব্যাটিং করে জ্যাক ক্রলি তুলে নেন সেঞ্চুরি। ২০০ বলে ১১৭ রানে অপরাজিত আছেন এই ব্যাটার। অন্যদিকে অধিনায়ক জো রুট টিকে আছেন ৮৪ রানে।
এর আগে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের নেমে প্রথম ইনিংসে দলীয়ভাবে ৩১১ রান সংগ্রহ করে ইংল্যান্ড।
একমাত্র সেঞ্চুরিটি আসে জনি বেয়ারস্টোর ব্যাট থেকে। ২৫৯ বলে ১৪০ রান করে সাজঘরে ফেরেন তিনি।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ভালোভাবে জবাব দেয় ওয়েস্ট ইন্ডিজ। ৯ ঘণ্টা ক্রিজে থেকে ইংল্যান্ডের বোলারদের দাপটের সঙ্গে খেলে ৩৫৫ বলে অনবদ্য ১২৩ রানের ইনিংস উপহার দেন ক্যারিবীয় ব্যাটার এনক্রোমাহ বোনার।